ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

তানোরে পল্লী বিদ্যুৎ অনিয়ম-দুর্নীতির আখড়া


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৩:১

রাজশাহীর তানোর পল্লী বিদ্যুতের ডিজিএম কার্যালয় অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ডিজিএম হিসেবে রেজাউল করিম যোগদানের পর পরই শুরু হয়েছে অবৈধ মটরে সংযোগ বাণিজ্যে। ডিজিএম ও
দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর নেপথ্যে মদদে (সেচ কমিটির অনুমোদন ব্যতিত)অবৈধ মটরে চলছে সেচ বাণিজ্যে। যা সেচ নীতিমালা পরিপন্থী ও দন্ডনীয়। এসব মটরে নির্বিচারে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করা হচ্ছে।এতে উপজেলায় ভূ-গর্ভস্থ পানির স্তর  একই সঙ্গে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ সেচ প্রকল্প হুমকির মূখে পড়েছে। সেচ নীতিমালা অনুযায়ী বিএমডিএর গভীর নলকুপ ও অনুমোদিত সেচ মটর ব্যতিত আবাসিক বা শিল্প সংযোগ থেকে সেচ দেয়ার কোনো সুযোগ নাই।স্থানীয় কৃষকেরা জানান, বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বড় বাঁধাইড় গ্রামের আব্দুল হকের পুত্র আশিকুল ৮০ বিঘা, মেসের আলীর পুত্র লালচান ৪০ বিঘা, রতন বর্মণ ৩০ বিঘা ও মমিন ২৫ বিঘা জমিতে সেচ দিচ্ছেন 
অবৈধ মটর থেকে। এছাড়াও প্রকাশনগর মহল্লার জামাল জ্যাটভাঙী মাঠে দুটি অবৈধ মটর স্থাপন করে সেচ বাণিজ্যে করছে। এসব মটর রয়েছে বিএমডিএর গভীর নলকুপ কমান্ড এরিয়ায়। তারা বিঘা প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা করে সেচ চার্জ নিচ্ছেন।এসব মটরে সংযোগ নিতে পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তাকে এক থেকে দেড় লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে।যে কারণে পল্লী বিদ্যুৎ বিষয়টি দেখেও না দেখার অভিনয়ে এড়িয়ে যাচ্ছে।
জানা গেছে, একটি গভীর নলকুপ ভূ-গর্ভস্থ স্তর থেকে যে পরিমাণ পানি উত্তোলন করে তার প্রায় ৮০ ভাগ সেচ কাজে ব্যবহার ও ২০ ভাগ অপচয় হয়। অথচ একটি মটরে যে পরিমাণ পানি উত্তোলন হয় তার মাত্র ৪০ ভাগ সেচ কাজে ব্যবহার ও প্রায় ৬০ ভাগ অপচয় হয়। ফলে অবৈধ মটরে উত্তোলন করা পানির বিপুল পরিমাণ অপচয় হওয়ায় গভীর নলকুপগুলো ভূগর্ভস্থ পানির লেয়ার ফেল করছে। প্রচন্ড খরাপ্রবণ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের বিশাল এলাকা জুড়ে ভূ-গর্ভের পানির স্তর তলানিতে ঠেকেছে। এসব এলাকার হাজারও হস্তচালিত নলকূপ এক দশক আগেই অচল হয়েছে। অব্যাহত পানি সংকট মোকাবিলা ও ভূ-গর্ভের পানির স্তর রক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।
এদিকে ভু-গর্ভের পানির স্তর ধরে রাখতে, সেচ নির্ভর বোরো চাষে কৃষকদের নিরুৎসাহিত ও কম সেচ লাগে এমন ফসলের চাষাবাদ করাতে উৎসাহিত করা হচ্ছে। অথচ তানোরে পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে আবাসিক, মৎস্য ও শিল্প অবৈধ মটরের নামে সংযোগ নিয়ে নির্বিচারে সেচ বাণিজ্যে করে ভু-গর্ভ স্তরের পানি অপচয় করা হচ্ছে। 
বিএমডিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী বলেন, তানোরে 
অবৈধ মটর দিয়ে যেভাবে নির্বিচারে ভূ-গর্ভস্থ স্তরের পানি উত্তোলন করা হচ্ছে, তাতে এটা বন্ধ করা না গেলে,আগামি দেড়-দুশক পর এলাকার মানুষ খাবার পানির ভয়াবহ সংকটে পড়বে। একই সঙ্গে পরিবেশ বিপর্যয়, জীববৈচিত্র এবং প্রাণীকুল হুমকির মুখে পড়বে।
তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ৫২ হাজার ৪০৮ জন। এর মধ্যে আবাসিক ৪৩ হাজার ৯৭৫ জন, বাণিজ্যিক ২ হাজার ৭২৩টি,শিল্প ৫২০টি, সেচ ৮৭৮টি ও দাতব্য ৯৫৮টি এবং বিদ্যুতের মোট চাহিদা প্রায় ২৫ মেঘাওয়াট। এক থেকে দেড় হর্স পাওয়ার মটর থেকে বাড়ি সংলগ্ন জমিতে স্বল্প পরিসরে সেচ দেয়া যাবে, তবে তা হতে হবে গভীর নলকুপ স্কীমের বাইরে। কিন্ত্ত গভীর নলকুপ স্কীমের মধ্যে ও বাসাবাড়িতে অবৈধভাবে ৩ থেকে ৫ হর্সপাওয়ার মটর স্থাপন করা হয়েছে। আবার আর্থিক সুবিধার বিনিময়ে পল্লী বিদ্যুৎ এসব অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। 
এবিষয়ে পল্লী বিদ্যুৎ তানোর জোনের ডিজিএম রেজাউল করিম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সংযোগ দিয়েছেন, এখন কেউ যদি অবৈধভাবে সেচ দেন সেটা সেচ কমিটি দেখবেন। তিনি উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করার পরামর্শ দেন।এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, পল্লী বিদ্যুতের কারনেই অবৈধ মটর স্থাপন বন্ধ করা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার