রূপগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখমের ১০ দিন পর যুবদল কর্মীর মৃত্যু, আটক ১

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের নেতৃত্বে দিনে দুপুরে বাসা থেকে তুলে শান্ত নামের এক যুবদল কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীদের মাঝে একজনকে আটক করে পুলিশে দিয়েছে নিহতের স্বজনরা। নিহত যুবদল কর্মী শান্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের হিড়নাল মাঝিপাড়া এলাকার জসিম সরকারের ছেলে। অভিযুক্ত আসাদ ফকির দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হিড়নাল মাঝিপাড়া এলাকার ছবুর ফকিরের ছেলে।
নিহতের চাচা ও মামলার বাদী সালাউদ্দিন সরকার জানান, পূর্বাচলে মাটি ক্রয় বিক্রয় ও ভাতের হোটেলের ব্যবসা পরিচালনা নিয়ে হিড়নালের তার ভাতিজা শান্ত সরকারের সাথে কথা কাটাকাটির জেরে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছবুর ফকিরের ছেলে আসাদ ফকির, নাঈম ফকির, রানা ফকির, বিল্লালের ছেলে রোকনউদ্দিন, মামুন, সিয়াম মোল্লা, পলখানের বাছির উদ্দিনের ছেলে শাহিন আকন্দ, কালনীর নয়ন সরকার, বাদল শিকদার, আতাউর, কাজী জয়নালসহ আরও ৭/৮ জন দেশীয় অস্ত্রসহ হামলা করে প্রথমে শান্ত সরকারের বাইক পুড়িয়ে দেয়। পরে গত ১১ এপ্রিল বিকেলে শান্তকে বাসা থেকে তুলে নিয়ে এলোপাতাড়িভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থল পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া দায়িত্বরত চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার করেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ারে আইসিওতে ভর্তি রাখা হয়। সোমবার ২১ এপ্রিল সকালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মৃত্যুবরণ করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শান্তকে গুরুত্বর আহত করার পর থানায় মামলা নিতে গড়িমসি করায় আসামীরা পালিয়ে যায়। এতে বিচারহীনতায় ভুগছি।
এদিকে শান্ত মারা যাওয়ার খবরে আবিদ হাসান নামের এক সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।
এ বিষয় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় নিহতের চাচা সালাউদ্দিন সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
