সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার

চলছে গাড়ী,হেঁটে যাচ্ছেন পথচারী।আর প্রতিটি মূহুর্তে ভয়াল ঝুঁকি যেন ওৎ পেতে রয়েছে মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হইতে চন্ডিবর মন্দির মোড় পর্যন্ত।প্রায় দেড় কিলোমিটার এই সড়কে দাড়িয়ে আছে মৃত্যু ফাদের মতো তিনটি বিদ্যুতের খুঁটি । সড়কের বিদ্যুতের খুঁটি রেখেই করা হয়েছে সড়ক সংস্কারের কাজ।স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের সময় খুঁটি না সরিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তার দুই বা তিন ফুট ভিতরেই দাড়িয়ে আছে খুঁটি।ফলে চলাচলে বাঁধা হচ্ছেন ঝুঁকি নিয়ে সেগুলো পাশ কাটিয়ে চলতে।লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সড়ক সংস্কার উন্নয়নের বার্তা বয়ে আনলেও খুঁটি রেখে রাস্তা নির্মাণের এই বিপজ্জনক বাস্তবতা তৈরি করছে চরম উদ্বেগ।
রাস্তার মাঝ বরাবর বা একেবার প্রান্ত দাড়িয়ে থাকা খুঁটিগুলো যান চলাচলের বড় বাঁধা হয়ে দাড়িয়েছে।যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাটি দূর্ঘটনায়।
ছোট উদাস গ্রামের বাসিন্দা মোঃ পিয়াস বলেন,রাস্তার মাঝে তিনটা খুঁটি রেখে কাজ শেষ করা মানেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আমরা প্রতিদিন আতঙ্কে চলাচল করি।বড় দূর্ঘটনা না ঘটলে হয়তো কেউ এগিয়ে আসবে না।ইতিপূর্বে বেশ কয়েকবার উপরে জানানো হয়েছে তবুও কাজ হয় নি।
আলম নামে একজন জানান, এর আগে ঠিকাদার,এলজিইডি কর্মকর্তাসহ অনেকের জানানো হয়েছে। তারা শুধু গড়িমাসি করতেছে।কয়েকদিন আগে ঠিকাদার আসলে পুনরায় বললে তিনি বলেন তারাতাড়ি বিদ্যুতের খুটি সড়ানো হবে।কিন্তু কবে সড়ানো হবে সেটাই আমাদের প্রশ্ন?
স্থানীয় রহিমা নামে এক গৃহবধূ জানান,রাস্তার উপর তিনটা বিদ্যুতের খুঁটি রেখে ওইভাবে কাজ করে যাচ্ছে লোকজন।আমাদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি যেনো এই খুঁটিগুলো সড়ানো হয় সেই ব্যবস্থা আমরা চাই।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্ত্রী বলেন,বিষয়টি অবগত আছি। আমরা বারবার বলেছি খুঁটিগুলো যেন আগে সরিয়ে ফেলা হয়।এই ব্যাপারে খুটি সড়ানোর জন্য টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় যাচ্ছে না।
এই বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
