ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

শৈলকুপার হাটফাজিলপুর গ্রামের সন্ত্রাসী ভুন্ডুলে ও তার সহযোগিরা কয়েকদফায় জোর পুর্বক লক্ষাধীক টাকার গাছ কর্তন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৫

শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর গ্রামে পুলিশক্যাম্পের সন্নিকটে দক্ষিন পাশের এলাকাতে পূর্বশত্রুতার জের ধরে কয়েকদফায় গাছ কর্তনের অভিযোগ জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে বিগত খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের একান্ত সহযোগী যিনি বিগতদিনে শৈলকুপা থেকে এরশাদ শিকদার সহযোগি হিসাবে গ্রেফতার হয়েছিল সেই কুখ্যাতসন্ত্রাসী, কামান্না হাইস্কুলের ছাত্রী ধর্ষণকারী,বিগতদিনে হকগ্রুপের সক্রীয় অস্ত্রধারী সদস্য,ভূমিদস্যু,জমি,দলিল জালিয়াতকারি ফরিদুল ইসলাম ভুন্ডুলে ও  তাঁর স্বজনদের বিরুদ্ধে। যাহার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকার উর্দ্ধে হবে বলে যানাযায়। 

এ ঘটনায় হাটফাজিলপুর পলিশ ক্যাম্প প্রধান আইসি এস.আই জনাব শাহীনের নিকট প্রাথমিক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে একটি  অভিযোগ করেছে শামীমের সহধর্মিনী হেলালী ফেরদৌসী।সকালে বসতবাড়ির পুকুর পাড থেকে কয়েকটি মেহগনি,কড়াইগাছ কাটার খবর পেয়ে হাটফাজিলপুর  ক্যাম্প আই সি জনাব শাহীনকে ঘটনা সম্পর্কে মোবাইলে অবহিত করা হলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অবৈধ্যভাবে গাছকাটা বন্ধ করিয়াছেন বলে তিনি যানান  । উক্ত যায়গা-জমি লইয়া ঝিনাইদহ দেওয়ানী আদালত এ মামলা চলমান রহিয়াছে।যাহার মামলা নং দেওয়ানী আপীল ৯০/১৯ ।নিম্ন আদালতে ৭০/২০০০ মামলায় দীর্ঘ ১৯ বছর চলার পর গত ২০১৯সালে রায় ডিক্রি হইয়াছে। উক্ত রায়ে মোঃ শামীমুল ইসলাম বিজয়ী হইয়াছে। ইতিপূর্বে এই সন্ত্রাসী ভুন্ডুলে রা আরো লক্ষাধিক টাকার মেহগনিগাছ জোর পূর্বক কাটিয়া লইয়া বিক্রি করিয়াছিল।সেসময় সেই ঘটনা লইয়াও ঝিনাইদহ আদালত এ তখন মামলা হইয়াছিল।

জানা গেছে, সাংবাদিক শামীমুল ইসলাম শামীম তার পিতার নিকট থেকে দলিলমুলে প্রাপ্ত এস.এ দাগ ৩০৭৯,৩০৮০ এবং বর্তমান আর.এস দাগ ৪৯১০ ও ৪৯১৩ দাগে মোট জমি ১০২শতকের মধ্যে ৬৮শতকের মালিক হিসাবে নিজ জমিতে ১৯৮৭ সালের দিকে বসতবাড়ির আঙ্গিনায় বাস্ত শ্রেনী ও পুকুর শ্রেনী জমির উপার মেহগনিগাছ,আমগাছ,কাঠালগাছ,রেন্ট্রিকড়াইগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। ঘটনায় গত কয়েকদিনপূর্বে কয়েকদফায় এবং আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকালে প্রতিপক্ষ ভুমিদস্যু,জমিজালিয়াতকারি,সন্দ্রাসী ফরিদুল ইসলাম ভুন্ডুলে ও তাঁর স্বজনরা মিলে আজ মঙ্গলবার এবং গতকয়েকদিন ধরে লক্ষাধীক টাকা মূলের মেহগনিগাছ,কড়াইগাছসহ অন্যান্য গাছগুলো কর্তনসহ মূল্যবান গাছ কেটে নিয়ে যান এবং বিক্রি করেন।এছাড়াও তাদের সহযোগি হাটফাজিলপুরের সরদার পাড়ার সুজন সরদার,পিতাঃ নরেন সরদারের নেতৃত্বে জোরপূর্বক পুকুর দখল করিয়া মাছ চাষ অব্যাহত রেখেছে। তাদেরকে গাছ কাটতে এবং পুকুর জবর দখলে ইতিপূর্বে বাধা দিলেও শামীমসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান ভুন্ডুলে ও তাঁর স্বজনরা এবং তাদের সহযোগি সুজন সরদার ও তার পিতা নরেণ সরদার। শামীমের অসুস্থতার অনুউপস্থিতির সুযোগে,পরিবারসহ ঝিনাইদহ শহরে বসবাস করার কারনে, গ্রামের বাড়িতে যাতায়াত কমথাকায় এবং প্রতিপক্ষের প্রাননাশের হুমকি,ভয়ভীতি প্রদর্শনে নিরুপায় হয়ে সন্ত্রাসীদের ভয়ে বাড়ি যেতে না পারিয়া হাটফাজিলপুর পুলিশক্যাম্প আইসি এস.আই জনাব শাহীন এর নিকট আজ মঙ্গলবার সকালে মোবাইলে অভিযোগ দায়ের করেন শামীমের সহধর্মিনী হেলালী ফেরদৌসী ।

এ বিষয়ে সাংবাদিক শামীমের নিকট তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ভুন্ডুলে ও তার তিন ছেলে মামুন,নোমান,সোহানসহ তাদের সহযোগিরা দীর্ঘ ২৫বছর ধরে আমার পিতা-মাতা এবং আমি ও আমার পরিবারের উপর সীমাহীন অত্যাচার ,নির্যাতন,মারপিট ,প্রাননাশের চেষ্ট্রা,জোরপূর্বক জমি দখল,পুকুর দখল,জোরপূর্বক গাছপালা কর্তন,জমি রেজিস্ট্রি জালিয়াতি,ঝিনাইদহ দেওয়ানী আদালত এর দেওয়ানী আপীল মামলা নং ৯০/১৯,দেওয়ানী মামলা নং ১৪৬/১৬সহ কয়েকটি মামলার নথি থেকে দাখিলকৃত দলিল,কাগজপত্র চুরি গায়েবকরা ছাড়াও জালিয়াতিভাবে অতিরিক্ত রেজিস্ট্রি দলিল নং ৬০৪০/২১,জালিয়াতি ভাবে রেজিস্ট্র দলিল নং-৬৩০৫/১১, দলিল নং-২০৭১/১৪, দলিল নং ১৭৫০/১০,জাল দলিল নং-৬৮৪০/৬৮,
৫৬৮৫/০৯ ও  দলিল নং ৫৬৮৬/০৯। এছাড়াও ভূমিদস্যু ফরিদুল ইসলাম ভুন্ডুলে ও তার সহযোগী মোঃ ইব্রাহিম 
হোসেন ওরফে বাবুল পিতা: মৃত আব্দুল করিম মোল্লা,সাবেক প্রশাসনিক কর্মকর্তা,যশোর ডি.আর অফিস যশোর।সাং: বেষ্টপুর(বিষ্নপুর)বিএলকে,থানা: শৈলকুপা, জেলা: ঝিনাইদহ।বর্তমান কর্মরতঃ প্রধান সহকারী,জেলা রেজিস্ট্রারের কার্য্যালয় কুষ্টিয়া উক্ত ১১৩৯/৮১ নং দলিলটি যশোর ডি.আর অফিস থেকে বালাম বইয়ের পাতা ছিড়িয়া গায়েব করিয়াছেন । এছাড়াও ফরিদুল ইসলাম ভুন্ডুলের বিরুদ্ধে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে, দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করেন হাটফাজিলপুর গ্রামের সাবেক ম্বেবর রবিউল ইসলাম জোয়ার্দ্দার । যাহার মামলা নং শৈল,সি,আর, ১০৩/১২।
এ ছাড়াও শৈলকুপার  সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে যশোর দুনীতি দমন কমিশনের তৎকালিন উপ-সহকারি পরিচালক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে শৈলকুপা থানায় দলিল জালিয়াতির ঘটনায় দলিল নং ৫৬৮৫/০৯ এবং দলিল নং ৫৬৮৬/০৯ নিয়ে তদন্ত পুর্বক মামলা করেন,যাহার মামলা নং ০৬/২৬০, তারিখ ১০/১১/২০১৪।উক্ত দুটি দলিলে ফরিদুল ইসলাম সনাক্তকারি হিসাবে এবং দলিল লেখক,স্বাক্ষীদের যোগসাজশে ব্যাপক ঘুষ-বানিজ্যের মাধ্যমে কর্তৃপক্ষের ক্ষমতার অব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণ জনিত অপরাধ সংগঠিত করে জমি রেজিষ্ট্রি এবং দুস্কর্মে সংঘটনে সহায়তা করেছেন। এছাড়াও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত শৈলকুপা ঝিনাইদহের আদালতে ফরিদুল ইসলাম ভুন্ডুলে তার তিন ছেলে মামুন,নোম,সোহান, কুষ্টিয়া জেলা রেজিস্ট্রারের কার্য্যালয়ের প্রধান সহকারী বেষ্টপুর গ্রামের ইব্রাহিম হোসেন বাবুলসহ শৈলকুপা সাব-রেজিষ্টার ইয়াসমিন শিকদার,দলিল লেখক,মৌরিসহ ১৯জনের বিরুদ্ধে রেজিস্ট্রি জালিয়াতি পিটিশন সিআর মামলা ৫৫৫/২২, তারিখঃ ২৮/০৪/২০২৪ দায়ের করেন। 
ভুমিদস্যু,জালজালিয়াতির প্রধারহোতা ভুন্ডুল ও তার স্বজনসহ তার সহযোগিরা রহুবছর ধরে অপরাধ করেও বার বার আইনের হাতথেকে পারপেয়ে যাচ্ছে। সাংবাদিক শামীম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”এ ব্যাপারে মামলাসহ লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা