নিউমার্কেট থানার ওসির গাড়ি উল্টো পথে
গভীর রাতে এক নিরীহ ড্রাইভারকে নির্যাতন

নিউমার্কেট থানার ওসি বিরুদ্ধে গভীর রাতে এক নিরীহ ড্রাইভারকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতরাতে পাঠাও কুরিয়ার হাজারীবাগ থেকে সিলেট রওনা দেয়ার প্রাক্কালে এমন ঘটনা ঘটেছে। ওই থানার ওসি এতোটাই ক্ষমতাবান যেন তিনি উল্টো পথে গাড়ি চালালেও তখন কেউ সঠিক পথে গাড়ি চালাতেও অতি সাবধানে থাকতে হয়। ওসি মহাসিন উদ্দিন এর আগে দ্বায়িত্ব পালন করছেন মাদারীপুর সিআইডির। এই প্রথম নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন। দৈনিক সকালের সময় তার বক্তব্য জানতে সকাল পৌনে বারোটায় টেলিফোনে তিনি বলেন, রাতে আমার ডিউটিকালে সাইন্সল্যাবের ওখানে আমার গাড়ি রাইট টার্ন নেয়ার সময় একটি কাভার্ড ব্যান এসে আমার গাড়িতে মেরে দিচ্ছিল প্রায়। তখন ওই কাভার্ড ব্যান ও ড্রাইভার থানায় নিয়ে আসছি। আজ এখনই মাত্র অফিসে আসছি, বিষয়টি নিয়ে বসবো। এখনো গাড়ি ও ড্রাইভার আটকে রাখছেন কি-না প্রশ্ন করলে তিনি বলেন, দেখা যাক মুচলেকা দিলে হয়তো ছাড়তে পারি।
ঢাকা মেট্রো- ম ১১-৭৫৬০ সেই কাভার্ড ব্যানের মালিক পক্ষ পাঠাও কোম্পানির পক্ষ থেকে পুলিশের সাহায্য পেতে পাঠানো একটি চিঠি পাওয়া গেছে। চিঠির বক্তব্য হুবহু তুলে ধরছি : আমি সজীব সাহা, পাঠাও লিমিটেড এর আইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত আছি। একটি জরুরী বিষয়ে জানানোর জন্য এত রাতে মেসেজ দেয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের প্রতিষ্ঠানের পাঠাও কুরিয়ার নামক কুরিয়ার সার্ভিস রয়েছে যাহার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি সেবা প্রদান করা হয়ে থাকে।
আজ রাত দুইটার দিকে আমাদের কুরিয়ার সার্ভিসের মালামাল পরিবহনকৃত একটি কাভার্ডা ভ্যান আমাদের হাজারীবাগ অফিস থেকে পার্সেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে নিউমার্কেটে এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ওসি স্যারের গাড়ি আমাদের কাভার্ড ভ্যানটি হামান এবং গাড়ীটি বেপরোয়া গতিতে চলছিল এই অভিযোগে গাড়ীর ড্রাইভার এবং ড্রাইভার এর সহযোগীকে প্রচন্ড মারধর করেন। পরবর্তীতে ড্রাইভার এবং ড্রাইভার এর সহযোগীকে গাড়ী ও পার্সেল সহ থানায় নিয়ে গিয়ে আটক করে রেখেছেন। সংবাদ পেয়ে আমি গাড়ীতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ড্রাইভারের কোনো ক্রুটি পরিলক্ষিত না হওয়ায় ওসি স্যারের সাথে কথা বলার জন্য তার সরকারি নম্বরে কল করলে তিনি প্রচন্ড বিরক্তির সাথে জানান তিনি এখন ঘুমাবেন ওনাকে এখন বিরক্ত না করার জন্য।
আমি আপনাকে ঘটনা সম্পকৃত গাড়িতে থাকা সিসিটিভির ক্যামেরার ফুটেজ দিয়েছি যেখানে গাড়িটির চলমান অবস্থার গতি, সময় এবং সকলের কথা-বার্তা স্পষ্ট ভাবে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির গতি ছিল ঘন্টায় ৩৬ কিলোমিটার এবং সঠিক লেনেই চলছিল। ওসি স্যারের গাড়ীটি উল্টো পথে আসায় আমাদের ড্রাইভার গাড়িটি থামিয়ে স্যারের গাড়ীকে সাইড দিলে ওসি স্যার তার গাড়ী থামিয়ে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি তার গাড়ী থেকে নামে আমাদের ড্রাইভার এবং তার সহযোগীকে প্রচন্ড মারধর করেন এবং গাড়ীতে থাকা দুইজনকেই আটক করে পার্সেল ভর্তী গাড়ী সহ নিউ মার্কেট থানায় নিয়ে যান, যা ফুটেছে স্পষ্ট। এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে আপনার সহযোগিতা একান্ত কাম্য।
এমএসএম / এমএসএম

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ
