ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মহেশখালী নৌপথে বৃহস্পতিবার থেকে সী-ট্রাক চলাচল শুরু,যাতায়াত ভাড়া নিয়ে সন্তুষ্ট নয় দ্বীপবাসী


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ১২:৪১

দীর্ঘ অপেক্ষা পর কক্সবাজার -মহেশখালী নৌপথে সী-ট্রাক চলাচল হতে যাচ্ছে,আগামী বৃহস্পতিবার থেকে। গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। এরপর নিয়মিতভাবে সী-ট্রাক চলাচলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।এরমধ্যে নৌপথটিতে দৈনিক কতবার সী-ট্রাকটি চলাচল করবে সেই রুটিন ও প্রকাশ করেছে,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।(বিআইডব্লিউটিএ)প্রকাশিত রুটিনটিতে দেখা যায় প্রতিদিন তিনবার করে যাওয়া-আসা করবে ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার সী-ট্রাকটি।

এরমধ্যে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যাতায়াতের ক্ষেত্রে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে ৫০ টাকা। অন্যদিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে মহেশখালী যেতে ৪০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের।এরই মধ্যে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

তবে ভাড়া নিয়ে সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছে,দ্বীপ উপজেলা মহেশখালীর সর্বস্তরের মানুষ।তারা সোস্যাল মিডিয়ায় দাবি করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরো ১০টাকা করে ভাড়া কমানো উচিত। এতে দ্বীপ উপজেলার প্রায় সাড়ে চার লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে।

মহেশখালী মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ তার ফেসবুক ওয়ালে লিখেছেন,"মহেশমহেশখালী টু ককসবাজার সী -ট্রাক এর ভাড়া আমাদের দাবী বিবেচনা না করলে, উদ্বোধনী অনুষ্ঠান আমরা প্রত্যখান করব।"তিনি বলেন, সী-ট্রাক চালু হওয়াতে মহেশখালীর মানুষের নৌপথে চলাচল সহজ হবে। এবং ঝুঁকিমুক্ত হবে। কিন্তু ৫০টাকার ৪০টাকা ভাড়া খেটে-খাওয়া মানুষের জন্য কষ্ট হয়ে যাবে।

এদিকে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান তার ফেসবুক ওয়ালে ও একই দাবি করে বসেন,নিয়মিত সি-ট্রাক চলাচল শুরুর ঘোষণায় দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দারা উচ্ছ্বসিত। তবে ভাড়ার তালিকাটি দেখে মানুষের মনে প্রশ্ন জেগেছে,সরকারি গেজেট অনুযায়ী নৌপথে যাত্রীপ্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। মহেশখালী থেকে কক্সবাজার নৌপথের দূরত্ব সাড়ে আট কিলোমিটার। এতে ২৫ টাকা ভাড়া এলেও গেজেট অনুযায়ী সর্বনিম্ন ভাড়া হিসাবে ৩০ টাকা নেওয়ার কথা। কিন্তু এই নৌপথে ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা কমানো উচিত।

আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সি-ট্রাকের উদ্বোধন করবেন। সি-ট্রাক চলাচলের সময়ও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কক্সবাজার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টায় মহেশখালীর উদ্দেশে সি-ট্রাক ছেড়ে যাবে। মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে ৭টা, বেলা ১১টা এবং বিকেল ৫টায়।

সাবেক সাংসদ আলহাজ্ব আলমগীর মো: মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, মহেশখালীর জনগণের কথা বিবেচনা করে সর্বনিম্ন ভাড়া হিসাবে ৩০ টাকা আদায়ের জন্য তাঁরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানিয়েছি।তারা আশ্বাস দিয়েছে সিদ্ধান্ত নিবে।
জানতে চাইলে, বিআইডব্লিউটিএ কক্সবাজার নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটে সী-ট্রাক চলাচলের উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা। এরপর ওই সী-ট্রাকে করে মহেশখালীতে গিয়ে এক সমাবেশে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এরপর বেলা দেড়টায় সি-ট্রাকে করে কক্সবাজারে ফিরবেন।তিনি আরো বলেন, আপাতত তিনবার করে সী-ট্রাকটি যাওয়া-আসা করবে। সময়সূচিও এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী পরে সময়সূচি পরিবর্তন করা যাবে। ভাড়া কমানোর বিষয়ে যাত্রীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ  বলেন, সী-ট্রাক চলাচল নিয়ে দ্বীপের বাসিন্দা খুবই উচ্ছ্বসিত। যাত্রীদের সুবিধার্থে মহেশখালী জেটিঘাটে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার