ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্থানীয় বিএনপি

কঠোর ব্যবস্থা নিলেও কমছে না চাঁদাবাজি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৬-৪-২০২৫ রাত ১০:২

দলীয় পদ থেকে বহিষ্কার, মামলা করেও বিএনপি নেতাকর্মীর দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের মতো অপকর্ম থেকে ফেরানো যাচ্ছে না। হাইকমাণ্ডের কঠোর ব্যবস্থা নিলেও থামাতে পারছে না তাদের চাঁদাবাজি। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বলতে কোন বালাই নেই স্থানীয় নেতাদের মাঝে। বর্তমান সরকারের উপদেষ্টারা বিএনপি নেতাকর্মীকে ইঙ্গিত করে চাঁদাবাজিসহ নানা অপকর্মের কথা বললেও কাউকে ধরছে না পুলিশ। তৃণমূলের নেতাদের অভিযোগ পাওয়ামাত্র সাজা দিলেও প্রভাবশালী অনেকের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দলীয় কোন্দলে নেতারা একে অপরকে অপকর্মের অপবাদ দিচ্ছেন। সারা দেশে তৃণমূলে খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের দলীয় পদ স্থগিত করেছে ঝালকাঠি জেলা কমিটি। বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন জানান- আমরা জানতে পারি সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহরের দলীয় পদ স্থগিত করেছে ঝালকাঠি জেলা কমিটি। জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদত হোসেন এর স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়েছে। একইসাথে দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক কোন সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গ, চাঁদাবাজী, দলীয় নেতাকর্মীকে মিথ্যা মালায় আসামী করা ও আওয়ামী লীগ আমলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করা এবং দলীয় নেতা কর্মীদের নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশগ্রহনে চাপ প্রয়োগ করার অপরাধে তার দলীয় পদ স্থগিত করা হয়। উল্লেখ্য যে, আক্তার হোসেন নিজাম মীরবহরকে জেলা কমিটি গত ০৫  পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর স্বাক্ষরিত এক চিঠিতে সাধারন সম্পাদক নিজাম মীরবহরের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার জন্য জেলা কমিটিকে অনুরোধ করেন। জেলা কমিটি দীর্ঘ সময় তদন্ত স্বাপেক্ষে আখতার হোসেন নিজাম মীরবহরের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় এ স্থগিত আদেশ দেন। ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদত হোসেন জানান-আখতার হোসেন নিজাম মীরবহরের কারন দর্শানোর জবাব সন্তোষজনক হয়নি। সকল অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। ফলে বিএনপি’র সাংগঠনিক নিয়মানুযায়ী তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। গত ২৫ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়। আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। গত সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে আব্দুল মান্নানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তার পৌর বিএনপির আহ্বায়কের পদ সাময়িক স্থগিত করা হলো। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চান। তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবর প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়। পদটি স্থগিত করার কোনো কারণ বলা হয়নি। তবে তাকে ঢাকায় তলব করা হয়েছে।
বিএনপির দপ্তরের দেওয়া তথ্যমতে, গত বছরের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সারে ৩ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপির ১ হাজার ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। এদের ৮০০ জনকে বহিষ্কার, ৫০ জনের পদ স্থগিত, অন্তত ৭০০ জনকে কারণ দর্শানো নোটিশ, অন্তত ১০০ জনকে সতর্ক এবং ১৫০ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। ছাত্রদল এখন পর্যন্ত ৪০০ জনকে বহিষ্কার ও ৬ শরও বেশি নেতা-কর্মীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০০ জনকে বহিষ্কার ও ১৫০ জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া যুবদলের শতাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি যুবদলের কোনো নেতা-কর্মী অবৈধ কাজে চাঁদাবাজি বা দখলে জড়িত থাকলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে দলের পরিচয় ব্যবহার করে বিএনপির ইমেজ ক্ষুণ্ন করছে।’
এছাড়া শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেতা-কর্মীদের বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার এই প্রক্রিয়া চলমান রয়েছে। কোথাও কোথাও জেলা-উপজেলাসহ তৃণমূলের বিভিন্ন কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। এর পরও থেমে নেই দখল, চাঁদাবাজি ও হানাহানি। পদ-পদবি, কমিটি গঠন এবং এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে দলের মধ্যে দ্বন্দ্ব ও কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি, দখলবাজিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে দলীয় নেতা-কর্মী, সাধারণ মানুষসহ অনেকের মৃত্যু হয়েছে। 
তৃণমূলের একাধিক নেতা জানান, কেন্দ্রের কড়াকড়ি আমলে নিচ্ছে না তৃণমূলের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের একাংশ। আবার এদের সঙ্গে যোগ দিয়েছেন ৫ আগস্টের পর নব্য বিএনপি ও হাইব্রিড বিএনপি নামধারী অনেকে। এরাই এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে একটা অরাজকতা তৈরির পাঁয়তারা করছেন। এদের কর্মকাণ্ডে তৃণমূলের ত্যাগী এবং দুঃসময়ের নেতা-কর্মীরাও বিব্রত হচ্ছেন। 
এই বিষয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘দলের ভেতরে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সংঘাত-সংঘর্ষে না জড়ানোর নির্দেশনা রয়েছে। তবু যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে তো দল প্রতিনিয়ত ব্যবস্থাও নিচ্ছে। এরই মধ্যে সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যখনই কোনো অভিযোগ পাওয়া যায়, সেটা যত বড় নেতার বিরুদ্ধেই হোক, তাৎক্ষণিক যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর।’
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ‘প্রায় আড়াই বছরেও তারা কমিটি করতে পারেনি। তারা দুই ভাগে বিভক্ত। তাই বিরোধপূর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি দিয়েছি।’ 
তিনি জানান, ৫ আগস্টের পর চাঁদাবাজি, বালু ও মাটির ব্যবসা নিয়ে দলের নাম ভাঙিয়ে কিছু নেতা-কর্মী সক্রিয় হয়ে ওঠেন। যারা অপকর্ম করেছেন, যাদের কারণে দলের ইমেজ ক্ষুণ্ন হয়েছে তাদের কমিটিতে রাখা হয়নি। মূলত সন্ত্রাসী-চাঁদাবাজরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ মার্চ রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত গানিউল হক (৫০) নামের একজন কর্মী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত ৭ মার্চ রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন রিকশাচালক গোলাম হোসেন রকি। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৮ মার্চ চুয়াডাঙ্গায় টিসিবির পণ্যের কার্ড বিতরণ নিয়ে সদর উপজেলা ও দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অস্ত্রের আঘাতে ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
গত ১২ মার্চ নোয়াখালীর কবিরহাটে বাজারের ইজারার দরপত্র মূল্যায়ন শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। গত ১০ মার্চ সন্ধ্যায় সুনামগঞ্জের মধ্যনগরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হন। এ ছাড়া সম্প্রতি কুমিল্লার নাঙ্গলকোট ও মেঘনা উপজেলায়, ভোলার মনপুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 
এদিকে, জেলা-উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বিভক্তি ও কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সম্প্রতি নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম ঘোষণার পর প্রত্যাহারের ঘটনায় জেলার ৯টি স্থানে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। কমিটি অনুমোদনের ৩০ ঘণ্টা পর রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে এ হাই তালুকদার, রাসেল আহম্মেদ, ফয়সাল আহম্মেদ, শামসুল ইসলাম ও সানোয়ার হোসেনের নাম প্রত্যাহার করার কথা জানানো হয়। প্রত্যাহার করা নেতাদের আবার পদ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন না, তারাই নানা অপকর্ম করছেন। আবার এদের সঙ্গে যোগ দিয়েছেন নব্য হাইব্রিড নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যারা চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি করছেন তাদের কোনো ছাড় দিচ্ছি না। অন্যায়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। দলের যেই হোন না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে