মধুখালীতে জাতীয় শ্রমিক দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় রাজনের হত্যাকারীদের ফাঁশির দাবিতে বক্তাদের সোচ্চার বক্তব্য
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (বৃহস্পতিবার) বিকেলে মধুখালী আখ চাষী কল্যাণ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোঃ নাহিদ ইসলাম সোহেলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিশ্বাস, যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সহ-সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ শাহিন মিয়া ও মোঃ ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালা, শ্রমিক মহিলা দল নেত্রী মোসাঃ নাজমা আক্তার, নির্মাণ শ্রমিক নেতা মোঃ ইউনুস আলী, মোঃ রায়হান, মোঃ রাজু বিশ্বাস, মোঃ রজব ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দল নেতা মোঃ রাকিবুল ইসলাম।
আলোচনা সভা শেষে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি আখ চাষী কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুর চিনি কলের পরিবহন বিভাগের শ্রমিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাজনের নির্মম হত্যার বিচার আজও হয়নি। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, ২০১৪ সালের মার্চ মাসে রাজনকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়, যা শ্রমিক সমাজের প্রতি এক নির্মম অবিচার। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এই আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মন্তব্য করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি
আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল করিমের যোগদান
বড়াইগ্রামে ওয়ারিশ বঞ্চিত করে প্রতিবন্ধী ভাইসহ বোনদের জমি দখলের অভিযোগ
লাকসামে আল-বুখারী মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযান: খড়ের গাদায় মিললো সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান
শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি বসতঘর
তানোরের মুন্ডুমালা পশুহাটে ময়লার ভাগাড়ের কারনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়