ওসির প্রশ্ন বিকল্প পথ থাকতেও কারো ব্যক্তিগত প্লট থেকে সড়ক কেন?
অন্যের ব্যক্তিগত প্লট নষ্ট করে নতুন পথ চায় আনন্দ নগরের কিছু লোক

রাজধানীর বাড্ডা থানার পাশেই আনন্দ নগরের কিছু লোক স্থানীয় একটি ব্যাক্তিগত প্লট দিয়ে সড়ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত ওই প্লটের মালিক মোশাররফ হোসেন নামের একজন ব্যবসায়ীর। ভুক্তভোগী মোশাররফ হোসেন বলেছেন ঢাকা শহরের ধানমন্ডি গুলশান বনানীর মতো আভিজাত্যপূর্ণ এলাকায় বহু বাড়ি আছে যেসব বাড়িতে পৌঁছাতে হলে কিছুটা ঘুরে যেতে হয়। লেক থাকার কারনে যেখান থেকে মানুষ সহজে যেতে পারতো সেখান থেকে যেতে পারছে না। তাই বলেকি সরকার বা সিটি করপোরেশন ওই লেক ভরাট করে জনগণের জন্য চলাচলের সড়ক তৈরি করে দিয়েছে? এমন প্রশ্ন করে ব্যাবসায়ী মোশাররফ হোসেন বলেন, তাহলে আমার ব্যাক্তিগত প্লটের ওপর থেকে জোর করে পথ চাইবেন কেন? সেই একই বসবাসকারীদের জন্য বিকল্প সড়ক যেখানে রয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে বাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙে ওই জায়গা দখল করে বানানো চেষ্টা হচ্ছে সুয়্যারেজ লাইন। প্রতিবাদ করতে গিয়ে উল্টো স্থানীয় মাস্তানদের হয়রানির শিকার হচ্ছেন প্লট মালিক। প্লটের মালিক ভুক্তভোগী মোশারফ হোসেন জানান, গত ২০১০ সালের অক্টোবর মাসে এবং চলতি এবছরের জুন মাসে বাড্ডার দক্ষিণ আনন্দনগরে বাড্ডা মৌজায় ঢাকা সিটি জরিপ ১১৭২৯ নম্বর খতিয়ানের ঢাকা সিটি জরিপ ১৬০৫৪ নম্বর দাগের জমি দলিলমূলে ক্রয় করেন তিনি। ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। এরই একপর্যায়ে ২০১২ সালের জুন মাসের মাঝামাঝি রাতের অন্ধকারে স্থানীয় প্রভাবশালী সুমন, রুহুল আমীন, কাজী আকবর আলী, সৈয়দ আব্দুল মান্নান ও শফিকুল ইসলামসহ একদল সন্ত্রাসী আকস্মিকভাবে, তার জায়গায় হানা দিয়ে কেয়ারটেকারকে মারধর করে বসত বাড়ির বাউন্ডারি দেয়াল ভাঙার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজনের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্লট মালিক মোশারফ হোসেন বাড্ডা থানায় ডায়েরি করেন। জুলাই মাসের ১২ তারিখের সেই ডায়েরি নাম্বার ৬০৪। থানায় জিডি করার কারনে সন্ত্রাসীরা তাকে ও কেয়ারটেকারকে নানাভাবে হুমকি দিতে থাকে। একইভাবে সন্ত্রাসীরা আবারো তিন মাস পরে অক্টোবরের ৩১ তারিখ রাতে ওই প্লটে হানা দিয়ে বাউন্ডারি দেয়াল ভেঙে দখলের চেষ্টা চালায়। ওই প্লটের কাছে আওয়ামী লীগের মন্ত্রী শ ম রেজাউল করিমের প্লট ছাড়াও বহু আওয়ামীর বাড়ি রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোশারফ হোসেন বাড্ডা থানায় আবারও ডায়েরি করেন। একই সাথে তখন ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত বিবাদিদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা মোশারফ হোসেনের জায়গার বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। প্রভাবশালীরা তার অর্ধেকের বেশি জায়গা দখল করে নেয়। একই সাথে জায়গার ওপর দিয়ে সুয়্যারেজ লাইন বসানো শুরু করেছে। এ ব্যাপারে মোশারফ হোসেন 'বাড্ডা থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানান; মোশারফ হোসেনের জায়গা দখল করে সেখানে সুয়্যারেজ লাইন ও রাস্তা করার তৎপরতা চালাচ্ছে কিছু লোক। তবে এ এব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা পাওয়া গেছে। অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার চেষ্টা করেও তখনকার বাডার পুলিশ ব্যার্থ হয়েছিলো অদৃশ্য শক্তির কাছে। বর্তমান সময়ও কিছু লোক সেই প্লট থেকেই চলাচলের পথ চায়, বিষয়টি নিয়ে সেখানকার কয়েকজন বাড্ডা থানার দারস্থ হয়েছে। তাদের মধ্য কয়েকজনকে বলতে শুনা গেছে যেখান থেকে চলাচলের পথ চাওয়া হচ্ছে সেই প্লট মোশাররফ নামের একজনের ব্যাক্তিগত। তিনি যদি পথ দেন তাহলেই সেই পথ ব্যাবহার যোগ্য হবে, তা না করে জোরজবরদস্তির পথ বেছে নেয়া ঠিক হবে না। থানার ওসি সাইফুল ইসলাম সকালের সময়কে বলছেন, আমি ওই ঘটনা স্থল পরিদর্শন করেছি। ওখানকার মানুষের জন্য বিকল্প পথ থাকার পরেও মোশাররফ নামের এক লোকের ব্যাক্তিগত প্লট থেকে কিছু লোক সড়ক চায় এটা কতোটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আছে। বিষয়টি নিয়ে দু'পক্ষের লোক আলোচনায় বসবে আমি এতোটুকু জানি। প্লট মালিক মোশাররফ হোসেন আজ সকালের সময়কে বলেছেন, প্রথমত আমার বসতবাড়ীর নিরাপত্তা বেষ্টনী ভেঙেছে যারা তাদের বিচার চাই। দ্বিতীয়ত আমার বাড়ীর বেষ্টনী যেমন ছিলো তেমন তৈরি করে দেয়ার দাবি জানাই। এর পরে আলোচনা। তিনি প্রশ্ন করেন, আপনার ব্যাক্তিগত জমির ওপর দিয়ে জোরকরে আমি চলাচলের পথ তৈরি করতে পারি? এটাকে আপনি সমর্থন করবেন? তিনি বলেন, একটি বা দুটি ভবনের লোকজনের জন্য স্পেশাল পথ তৈরি করতে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত প্লট বিনষ্ট করা যায় না।
এমএসএম / এমএসএম

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে
