নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেন তারা। অভিযুক্ত ঐ দুই শিক্ষক হলেন তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষন তৌহিদুর রহমান খোকন। রবিবার (৪মে) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নালিতাবাড়ী উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক তোলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ
এসময় বক্তারা বলেন, উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বিগত সরকারের আমল থেকে নানা অনিয়মের সাথে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের বড় বড় গাছ ও পুরাতন টিনের চাল, পরীক্ষার খাতা, অতিরিক্ত পাঠ্য বই বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তৌহিদুল ইসলাম খোকনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম খোকন বিগত সময়ে আওয়ামী লীগের মিটিং মিছিলে স্বশরীরে অংশগ্রহণ করতো এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। এছাড়াও তৌহিদুল ইসলাম খোকন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হত্যা মামলার আসামী। এছাড়াও মানববন্ধনে বক্তারা আনীত সকল অভিযোগের আলোকে অনতিবিলম্বে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঐ দুই শিক্ষকের বহিস্কার ও গ্রেফতারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কোন প্রমাণ পায়নি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সমূহ ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
দিনাজপুরে কেজিতে ১০-২৫ টাকা বেড়েছে নতুন আলুর দাম
হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের
লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক সকালের সময়ের ১ দশকে পদার্পণ উপলক্ষ্যে হিলিতে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত
রাজস্থলী কুদুমছড়া বৌদ্ধ বিহারে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা নানা আয়োজনের সম্পন্ন
মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ
দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা
সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে
একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার