নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে দুই শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেন তারা। অভিযুক্ত ঐ দুই শিক্ষক হলেন তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষন তৌহিদুর রহমান খোকন। রবিবার (৪মে) সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।
পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল মোমেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নালিতাবাড়ী উপজেলা শাখার যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবায়ের, রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক তোলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ
এসময় বক্তারা বলেন, উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার ও সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন বিগত সরকারের আমল থেকে নানা অনিয়মের সাথে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের বড় বড় গাছ ও পুরাতন টিনের চাল, পরীক্ষার খাতা, অতিরিক্ত পাঠ্য বই বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তৌহিদুল ইসলাম খোকনকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে বক্তারা বলেন, তৌহিদুল ইসলাম খোকন বিগত সময়ে আওয়ামী লীগের মিটিং মিছিলে স্বশরীরে অংশগ্রহণ করতো এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলো। এছাড়াও তৌহিদুল ইসলাম খোকন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আসিফ হত্যা মামলার আসামী। এছাড়াও মানববন্ধনে বক্তারা আনীত সকল অভিযোগের আলোকে অনতিবিলম্বে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে উপস্থিত সকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঐ দুই শিক্ষকের বহিস্কার ও গ্রেফতারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা তদন্ত করে কোন প্রমাণ পায়নি। মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সমূহ ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে