পরিবেশ ধ্বংসে আবারো মরিয়া সিন্ডিকেট চক্র
সরব হয়ে উঠছে “অবৈধ পাহাড় ও বালু খেকোরা”

পার্বত্যাঞ্চলে পরিবেশ ধ্বংসের মহোৎসবে সরব হয়ে উঠছে সিন্ডিকেট চক্র। ইতি মধ্যে আবারো বেপরোয়া হয়ে উঠেছে পাহাড় খেকো,বালু উত্তোলনকারীরা। তারা আইন প্রয়োগকারীদের চোখ ফাঁকি দিতে ব্যবহার করছে নানা কৌশল। দলীয় প্রভাব বিস্তার করতে রাজনৈতিক দলের নাম বদলালেও পাল্টেনি অপরাধ। বিগত সময়ে সিন্ডিকেট চক্র যে সব অবৈধ ও অপরাধের সাথে যুক্ত ছিলো তা বর্তমানে আরো বেপরোয়া ভাবে চালানোর চেষ্টায় শুধু নাম বদল হয়েছে সংগঠনের।
এদিকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের তৎপরতায় ভেস্তে গেছে পাহাড় খেকোদের অপকৌশল। করা হয়েছে জেল-জরিমানা। তারপরও দমেনি তারা। নতুন করে বিভিন্ন জয়গায় রাতের আঁধারকে সঙ্গি করে অপরাধের সময় খুঁজে নিচ্ছে চক্রটি।
অন্যদিকে রাজনৈতিক দলের ক্ষমতা ব্যবহার করে অপকর্মকে পাকাপোক্ত করতে তারা খাগড়াছড়ির গুইমারা রাতের আঁধারে ব্লোডোজার দিয়ে দেদারছে পাহাড় কেটে সাবাড়ে নেমেও ধরা পড়ে প্রশাসনের হাতে। খবর পেয়ে ব্যবস্থা নিতেও দেখা গেছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরও থামছে না সিন্ডিকেট চক্র। তবে সুনিদিষ্ট অভিযোগ ও তথ্য পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন।
অভিযোগ উঠেছে বর্তমান সময়ে দলের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন, কাঠ পাঁচার থেকে শুরু করে প্রতিটি পরিবেশ ধ্বংসযজ্ঞের নীরব কর্মকাণ্ড চলমান রয়েছে পাহাড়ে। এ সিন্ডিকেট পেলোডার,ডাম্প ট্রাক,ব্যাকহো-লোডার,সিজরলিফটসহ বিভিন্ন পরিবহণ ব্যবহার করছে এ ধ্বংসযজ্ঞে। তাদের নিয়ন্ত্রণেই খাগড়াছড়ির অবৈধ পাহাড় সর্বনাশ হচ্ছে।
অনুসন্ধানে উঠে এসেছে অনেকের নাম। বর্তমানে মুলহোতা হিসেবে ঐ চক্রে মহালছড়ির “শুক্কুর”,গুইমারায় মোহাম্মদ রাজ্জাক হোসেন ওরফে শুক্কুর পাহাড় কাটার চক্রে সক্রিয় রয়েছে এখনো। তারা বিভিন্ন প্রভাবশালীদের নিয়ন্ত্রণেও বেশ দক্ষ। রাজনৈতিক নেতাদের বিগত সময়েও তারা সক্রিয় থাকতে ম্যানেজ করে এসব কর্মকান্ড চালিয়ে আসলেও এখনো সে ধ্বংসযজ্ঞ থামেনি। বরং দলের নাম বদল করেছে এখন। তারাই গিলে খাচ্ছে সবুজে ঘেরা পাহাড়।
তথ্য নিয়ে জানা যায়, বিগত সময়ে স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তুলে ম্যানেজ করাসহ বিভিন্ন সেক্টরকে বস মানিয়ে এ অবৈধ কর্মযজ্ঞে ভাগ পেতেন অনেকেই। মাসিক হারে নির্ধারিত চাঁদা,পকেট মানি,খবর প্রেরক,সমন্বয়ক। এই তালিকা থেকে বাদ পরেনি এক শ্রেণীর রাজনৈতিক দূর্নীতিবাজরাও ।
তথ্য অনুসন্ধানে খোঁজ মেলে, মহালছড়ি,রামগড়,পাতাছড়া,গুইমারা উপজেলার বিস্তৃন্ন পাহাড়ি ভূমি,মাটিরাঙা সদর,তাইন্দং,তবলছড়িসহ আশপাশের এলাকা,মানিকছড়ি,খাগড়াছড়ির উত্তর সবুজবাগ,খাগড়াছড়ি শালবাগান, এডিসিহিল,পূর্ব দয়ানগরসহ বিভিন্ন এলাকা,দীঘিনালা,পানছড়িসহ নয় উপজেলায় সক্রিয় হয়ে উঠছে পাহাড় ও বালু খেকোরা।
অঘোষিত সিন্ডিকেট চক্রের প্রধান মহালছড়ির“শুক্কুর” এ চক্রের হোতা নয় দাবী করে জানান ‘আমার একটি গাড়ি আছে। আমি সরকারি কাজ করি। বিভিন্ন জায়গায় রাস্তার কাজে চলে। এ সময় তিনি নিজেকে সিন্ডিকেট চক্রের মূলহোতা নয় দাবী তার, অন্যদের চেনেন বলে হুংকার ছেড়ে জমির উপরিভাগের মাটি সমান করাসহ বক্তব্যের স্লোতে একাধিক কথা তুলে ধরেন।
এদিকে গত মাসের গুইমারায় দুটি মামলা হলেও প্রথম মামলায় আসামী হলেও পরে মামলায় গুইমারার মোহাম্মদ রাজ্জাক হোসেন ওরফে শুক্কুর আসামী নয় বলে সে স্বীকার করে। তবে সে যে মাটি,পাহাড় কাটার মুল হোতা এবং ব্যবসার সাথে জড়িত তা গুইমারায় প্রকাশ্য।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, পাহাড় কাটার দায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা না নেয়ার কারনে পাহাড় কাটা,জমি ভরাট,ফসলি জমি ধ্বংস,পরিবেশ বিপর্যয় ছাড়াও অপরাধ বৃদ্ধিতে দায়ী বলে জানান ভুক্তভোগীরাও। বছরের পর বছর এ ধ্বংসযজ্ঞ চালিয়ে আসলেও আইন প্রয়োগে প্রশাসনের নীরবতায় প্রশ্ন উঠেছে জনমনে।
গত এক মাসে বেআইনি ভাবে গুইমারায় প্রশাসনের অনুমতি বিহীন মাটি ও পাহাড় কাটার দায়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, দুটি মামলায় মোট ৮ জনকে আসামী করা হয়েছে এবং মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধ পাহাড় কাটাসহ আইন অমান্য করলে যে ব্যাক্তি হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, যে কোন সময় অবৈধ ভাবে পাহাড় কাটাসহ অবৈধ ভাবে বালু উত্তোলনের সুনিদিষ্ট অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
