ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফাঁটল ধরে ব্রীজসহ দেবে গেছে বালাগঞ্জ-খসরুপুর সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ বিকাল ৫:২৬

বালাগঞ্জ-খসরুপুর সড়কের জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়াইছে কুশিয়ারা নদী। বালাগঞ্জ-খসরুপুর (কুশিয়ারা ডাইক) জনবহুল ও ব্যয়বহুল সড়কটি উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পৈলনপুর- ফাজিলপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় ফাঁটল ধরে ব্রীজসহ প্রায় ৫০০ মিটার ভেঙে নিচের দিকে ৩/৪ ফুট দেবে গেছে। এবং অনেকাংশ নদীগর্ভেও তলিয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। 

জানা গেছে, গত বছরের বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে কুশিয়ারা নদীর ভাঙনে এই সড়কের কয়েকটি স্থান ক্ষতিগ্রস্থ হয়। পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ স্থানগুলোর সাথে এই স্থানটিও মেরামত করেছিল। স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে মেরামত কাজ না করায় মঙ্গলবার দিনগত রাতে এই স্থানটি হঠাৎ করে দেবে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গেছে, দুই বছর আগে প্রায় ২০কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বারবার ভাঙনে আক্রান্ত হওয়ায় দুর্ভোগ পিছু ছাড়ছে না এলাকাবাসীর। 

স্থানীয়রা জানান, সড়কটি ভাঙনের ফলে জনদূর্ভোগের অন্ত নেই। সড়ক কর্তৃপক্ষ দেখার মতো এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এসড়কটি একাধিক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে অনেক আগেই। স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে কুশিয়ারা ডাইকের এই জনবহুল সড়কটি কুশিয়ারা গর্ভে চলে যাবে অদূর ভবিষ্যতে।

পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, গতকাল ফাটল দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ব্রীজসহ সড়কটির পুরো অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে বালাগঞ্জ-শেরপুরের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পূর্ব পৈলনপুর ইউনিয়নবাসী। সড়কটি নির্মাণাধীন অবস্থায় এলাকাবাসীর দাবি ছিলো নদীর তীর ঘেষে যাতে না করা হয়, কিন্তু কেউ কর্ণপাত করেনি। ইউএনও, সড়ক কর্তৃপক্ষ এলজিইডি, পাউবো সবাইকে বর্তমান পরিস্থিতি অবহিত করেছি। কুশিয়ারা নদীর ভাঙনে এই এলাকার মানুষ অন্তহীন ভোগান্তিতে আছেন। যোগাযোগ অব্যাহত রাখতে সড়কের দেবে যাওয়া স্থানটি জরুরি মেরামত করা খুবই প্রয়োজন। এবং স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ না করলে অচিরেই পুরো সড়কটি নদীগর্ভে চলে যাবে।

এদিকে, জরুরি মেরামত নিয়ে এলজিইডি এবং পাউবো’র মধ্যে ঠেলাঠেলি চলছে। এলজিইডি’র উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ বলেন, পানি উন্নয়ন বোর্ড এই স্থানটি মেরামত করেছিল। তাদের প্রজেক্ট চালু আছে, আমরা তাদেরকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, নদী ভাঙন প্রতিরোধে একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। আমরা নদীর তীর সংরক্ষণে কাজ করি। পাকা সড়কটি এলজিইডির, সড়কের দেবে যাওয়া অংশের জরুরি মেরামত তারা করবেন।

পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ বলেন, উপজেলা সদরের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েগেছে। জরুরী মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঝুলছে তালা

তাড়াশে মাঠ কৃষকদের জন্য পুনর্জননশীল কৃষির উপর কনক্লেব কাম কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল মেকানিকের লাশ উদ্ধার

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলী আদেশ প্রত্যাহার কারণে মানববন্ধন

সদর দক্ষিণের জনগণ আমার পাশে আছে, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না: হাজী আমিন উর রশিদ ইয়াসিন

‎সাঘাটায় সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়গঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন পৌর প্রশাসক মাসুদ রানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী

টাঙ্গাইলে কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নন্দন কলা কেন্দ্র, ঢাকা'র সম্মাননা পেলেন নৃত্যগুরু হাসিব পান্না

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে সহোদর ২ ভাই খুন