মধুখালীতে সরকারি হাসপাতালের চিকিৎসককে ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখে নেওয়ার হুমকি
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডা. জ্ঞান ব্রতকে ঔষুধ কোম্পানির নির্দিষ্ট একটি পণ্যের প্রেসক্রিপশন না দেওয়ায় হুমকি দিয়েছেন কেমিস্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধি মো. রুপম। এ ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে ৭ মে, বুধবার সকালে। ওইদিন স্বাস্থ্য কমপ্লেক্সে রাউন্ড শেষ করে রোগীদের ছাড়পত্রে প্রয়োজনীয় ওষুধ লিখছিলেন ডা. জ্ঞান ব্রত। এ সময় হঠাৎ করেই কেমিস্ট কোম্পানির প্রতিনিধি মো. রুপম তার কাছে এসে জানতে চান কেন তার কোম্পানির ঔষুধ প্রেসক্রিপশনে লেখা হয়নি।
ডা. জ্ঞান ব্রত জানান, "আমি রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ঔষুধ প্রেসক্রিপশন করি। কোনো কোম্পানির পণ্য নির্দিষ্ট করে লেখার সুযোগ নেই। আমি তাকে এ কথাই বলি। তখন রুপম আমাকে বলে, ‘আপনি যদি আমার ওষুধ না লেখেন, আমি দেখে নেব কিভাবে ঔষুধ লেখা যায়।’ এ কথার মাধ্যমে সে সরাসরি হুমকি দেয়।"
এ বিষয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অশিত কুমার বলেন, “আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান এ বিষয়ে মুঠোফোনে বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। একজন ঔষুধ কোম্পানির প্রতিনিধি কর্তৃক চিকিৎসককে হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি।”
চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসক্রিপশন নির্ভর করে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের অভিজ্ঞতার ওপর। সেখানে কোনো কোম্পানির চাপ প্রয়োগ চিকিৎসার নৈতিকতার পরিপন্থী।
এই ঘটনায় মধুখালী স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি
আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল করিমের যোগদান
বড়াইগ্রামে ওয়ারিশ বঞ্চিত করে প্রতিবন্ধী ভাইসহ বোনদের জমি দখলের অভিযোগ
লাকসামে আল-বুখারী মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযান: খড়ের গাদায় মিললো সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান
শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি বসতঘর
তানোরের মুন্ডুমালা পশুহাটে ময়লার ভাগাড়ের কারনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়