সোনারগাঁয়ে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ বহাল তবিয়তে প্রভাবশালী মোজাম্মেল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাস খতিয়ান ভূক্ত সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বিগত সরকার আমল থেকে পেশী শক্তির প্রভাব খাটিয়ে উপজেলার বৈদ্যেরবাজার সাহাপুর এলাকায় বহুতল ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। সরকারী সম্পত্তি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রতিবাদ করে মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন। বৈদ্যেরবাজার সাহাপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকার আমলে আইন আদালতের তোয়াক্কা না করে পেশী শক্তির প্রভাব খাটিয়ে খাস খতিয়ান ভূক্ত মেনিখালী নদীর সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করেন আওয়ামী ঘরোনার মোজাম্মেল হক। অবৈধ দখলের কবলে পড়ে প্রবাহমান মেঘনার শাখা মেনিখালী নদী এখন নাব্যতা সংকটে পড়েছে, এতে করে নৌযান চলাচল বিঘ্ন সৃষ্টির পাশাপাশি সংকুচিত হয়ে পড়েছে নদীর গতি প্রবাহ। বিগত আওয়ামী সরকার আমলে সরকারি সম্পত্তি রক্ষায় ও নদী দখল প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা কেউ বাধা প্রদান করলে সে সময় প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল হক বহিরাগত কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে স্থানীয়দের মাঝে ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। হামলা মামলা বিভিন্ন হয়রানীর শিকার হওয়ার আতঙ্কে ও প্রাণ ভয়ে স্থানীয় কোনো ব্যক্তি প্রভাবশালী মোজাম্মেল হকের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল প্রতিরোধে তখন বাধা প্রয়োগ করতে সক্ষম হয়নি। যার ফলে সরকারি সম্পত্তি দখল করে স্থায়ীভাবে বহুতল ভবন নির্মাণ করেন প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল। সাহাপুর এলাকাবাসীর আক্ষেপ দেশের সরকার পরিবর্তন হলেও কোন অদৃশ্য শক্তিবলে সরকারী সম্পত্তি দখল করে এখোনো বহাল তবিয়তে প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল।
সরেজমিন উপজেলার বৈদ্যেরবাজার সাহাপুর এলাকায় গিয়ে দেখা যায়, মেনিখালির উৎস মুখ মেঘনা নদীর সংযোগস্থল বৈদ্যেরবাজার এলাকা থেকে প্রবাহিত হয়ে সাহাপুর মৌজায় রঘুভাঙ্গা এলাকায় এসে অবৈধ দখলের কবলে পড়েছে নদীটি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোজাম্মেল হক নদীর জায়গা দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করে চলছেন।
সাহাপুর এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জানান, অবৈধ দখলদার মোজাম্মেল হক তার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ না করে সরকারি সম্পত্তি মেনিখালি নদী অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। সরকারি সম্পত্তি ও নদী রক্ষায় কেউ তাকে বাধা প্রদান করলে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করেছে। সরকারি সম্পত্তি ও নদী রক্ষায় তাকে বাধা প্রদান করায় বিগত আওয়ামী সরকার আমলে সে কয়েক দফা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে আইন, আদালত, বিচার সালিসের রায় না মেনে জোরপূর্বক পেশী শক্তির প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি নদী দখল করেছে।
অবৈধ দখলের বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, আমি কোন সরকারি খাস সম্পত্তি ও নদী দখলের সঙ্গে জড়িত নই। সোনারগাঁ পৌরসভার সাহাপুর মৌজার সিএস ও এসএ ১৬১ ও ১৬২ দাগে ৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভবন নির্মাণ করেছি। খাস সম্পত্তির বিরুদ্ধে আমি ২০০০ সালে আদালতে মামলা করেছি। আমি আদালতের মাধ্যমে আমার জমি ফেরত চেয়ে এ পর্যন্ত চারটি মামলা করেছি যা আদালতে চলমান। যেহেতু আমি মামলা করেছি তাই খাস জমিই আমার।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান, সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় মেনিখালি নদী ও খাস সম্পত্তি দখলের বিষয়ে সরেজমিন পরিদর্শন করা হবে। কাগজপত্র দেখে সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক
রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত
কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক
৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা