ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জিআই পণ্যের স্বীকৃতি পেল মাগুরা হাজরাপুরের লিচু


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ২:৪৬

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রাপ্তির পর আজ সকালে প্রথমবারের মতো মাগুরা  হাজরাপুরে অনুষ্ঠিত হলো হাজরাপুরী লিচুর মৌসুমের প্রথম সংগ্রহ উৎসব। ইছাখাদা গ্রামে এ উৎসব ঘিরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মাগুরা খামারবাড়ির উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।

মাগুরা জেলা প্রশাসক  মোঃ অহিদুল ইসলাম বলেন, হাজরাপুরী লিচু বাংলাদেশের কৃষি ঐতিহ্যের একটি গর্বিত অংশ হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে। তিনি মনে করেন, এই স্বীকৃতি মাগুরার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কৃষকরা এর সুফল পাবেন।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, কৃষিপণ্য বিশেষ করে লিচুর মৌসুমি বেচাকেনায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।

খামারবাড়ির উপ-পরিচালক বলেন, হাজরাপুরী লিচুর স্বাদ, আকার ও মান অতুলনীয়। তিনি বলেন, চাষিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার পাশাপাশি বিপণনে নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএনপি নেতা আলী আহম্মেদ বলেন, কৃষির উন্নয়ন দল-মতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার বিষয়। তিনি হাজরাপুরী লিচুকে এই অঞ্চলের সম্মান ও পরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন।

স্থানীয় লিচু চাষি সালাউদ্দিন শিমুল জানান, তিনি প্রায় দুই দশক ধরে এই অঞ্চলে লিচু চাষ করছেন। আগে শুধু স্থানীয় বাজারেই বিক্রি হতো, কিন্তু এখন ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা যোগাযোগ করছেন। তিনি মনে করেন, জিআই স্বীকৃতি তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

ঢাকা থেকে আসা ফল ব্যবসায়ী মেহেদী হাসান জানান, হাজরাপুরী লিচুর স্বাদ, মান ও পরিচিতি এবার অন্য যেকোনো মৌসুমের চেয়ে অনেক বেশি। তিনি আশা প্রকাশ করেন, এই লিচু রপ্তানির জন্য প্রস্তুত করা হলে আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া মিলবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে প্রথম লিচু সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক ও শতাধিক মানুষ। সকলে মনে করছেন, হাজরাপুরী লিচুর এই অর্জন মাগুরাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির নতুন পথ দেখাবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক

গলাচিপায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা