ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

জিআই পণ্যের স্বীকৃতি পেল মাগুরা হাজরাপুরের লিচু


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৫ দুপুর ২:৪৬

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রাপ্তির পর আজ সকালে প্রথমবারের মতো মাগুরা  হাজরাপুরে অনুষ্ঠিত হলো হাজরাপুরী লিচুর মৌসুমের প্রথম সংগ্রহ উৎসব। ইছাখাদা গ্রামে এ উৎসব ঘিরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মাগুরা খামারবাড়ির উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ।

মাগুরা জেলা প্রশাসক  মোঃ অহিদুল ইসলাম বলেন, হাজরাপুরী লিচু বাংলাদেশের কৃষি ঐতিহ্যের একটি গর্বিত অংশ হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে। তিনি মনে করেন, এই স্বীকৃতি মাগুরার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কৃষকরা এর সুফল পাবেন।

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, কৃষিপণ্য বিশেষ করে লিচুর মৌসুমি বেচাকেনায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।

খামারবাড়ির উপ-পরিচালক বলেন, হাজরাপুরী লিচুর স্বাদ, আকার ও মান অতুলনীয়। তিনি বলেন, চাষিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার পাশাপাশি বিপণনে নতুন দিগন্ত উন্মোচনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিএনপি নেতা আলী আহম্মেদ বলেন, কৃষির উন্নয়ন দল-মতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার বিষয়। তিনি হাজরাপুরী লিচুকে এই অঞ্চলের সম্মান ও পরিচয়ের প্রতীক হিসেবে দেখছেন।

স্থানীয় লিচু চাষি সালাউদ্দিন শিমুল জানান, তিনি প্রায় দুই দশক ধরে এই অঞ্চলে লিচু চাষ করছেন। আগে শুধু স্থানীয় বাজারেই বিক্রি হতো, কিন্তু এখন ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা যোগাযোগ করছেন। তিনি মনে করেন, জিআই স্বীকৃতি তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

ঢাকা থেকে আসা ফল ব্যবসায়ী মেহেদী হাসান জানান, হাজরাপুরী লিচুর স্বাদ, মান ও পরিচিতি এবার অন্য যেকোনো মৌসুমের চেয়ে অনেক বেশি। তিনি আশা প্রকাশ করেন, এই লিচু রপ্তানির জন্য প্রস্তুত করা হলে আন্তর্জাতিক বাজারেও ভালো সাড়া মিলবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে প্রথম লিচু সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক ও শতাধিক মানুষ। সকলে মনে করছেন, হাজরাপুরী লিচুর এই অর্জন মাগুরাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির নতুন পথ দেখাবে।

এমএসএম / এমএসএম

দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান

শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান

শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত