ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ২১ দিনে শেষ, ১৭ মে আসামিদের রায়ের দিন ধার্য


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ৯:১১

মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম মাত্র ২১ দিনে সম্পন্ন হয়েছে। ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  এটর্নী জেনারেল অ্যাডভোকেট এহসানুল হক সমাজী এর উপস্থাপনার শেষে আগামী ১৭ মে ২০২৫ শনিবার  এ মামলার রায় ঘোষণা করে। আজ মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।

মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল সাড়ে ১০টায় যুক্তিতর্কের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। আদালতে চার আসামিকেও হাজির করা হয়।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় রাষ্ট্রপক্ষের পক্ষে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ পান অ্যাটর্নি জেনারেলের মর্যাদাসম্পন্ন আইনজীবী এহসানুল হক সমাজী। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল প্রমাণ ও সাক্ষ্য বিবেচনায় তাদের অপরাধ প্রমাণিত হয়েছে। আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি হবে। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

রাষ্ট্রপক্ষের পিপি জানান, মামলায় মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বক্তব্যও শোনা হয়।

আদালত সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং টানা শুনানিতে বিচারকাজ দ্রুত এগোয়। মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হয় ১৩ এপ্রিল এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

ঘটনার পটভূমিতে জানা যায়, ৬ মার্চ সকালে শিশুটি তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে ১৩ মার্চ তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযুক্তদের মধ্যে শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের ফলে মৃত্যু ঘটানোর অভিযোগ, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং শাশুড়ির বিরুদ্ধে আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়।

এমএসএম / এমএসএম

নবীনগরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি- শহিদুল ইসলাম বাবুল

জয়দেবপুর জংশনে শহীদ মুগ্ধর স্মরণে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র‍্যালি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল

রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

র‍্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

তাড়াশে বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত