ঢাকা রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ীতে চোখ জুড়াচ্ছে কৃষ্ণচূড়া


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৫-৫-২০২৫ দুপুর ১:৫৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সড়কের পাশে, পথে-প্রান্তরে, বিভিন্ন দপ্তরের আঙিনায় দৃষ্টি কাড়ছে রঙিন কৃষ্ণচূড়া ফুল। গ্রীষ্মের ছোঁয়া লাগার পর থেকেই প্রকৃতিকে অপরূপ সাজে সাজিয়েছে এ ফুল। শুধু লাল নয়, দেখা মিলছে কমলা ও হলুদ রঙের কৃষ্ণচূড়া ফুলেরও।

সীমান্তবর্তী এ উপজেলা ঘুরে দেখা যায়, পৌর শহরের শহিদ মিনার ও শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চ এলাকা লাল কৃষ্ণচূড়া ফুলে সেজেছে। এখানে স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন কৃষ্ণচূড়া গাছটি ফুলে ফুলে রঙিন হয়ে যেন একটু বেশীই সৌন্দর্যের মায়া ছড়াচ্ছে। একইভাবে সেজেছে নকলা-নাকুগাঁও  মহাসড়কের বেশ কয়েকটি স্থান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ, মধুটিলা ইকোপার্ক ও সার্জেন্ট আহাদ পার্কে অসংখ্য গাছে শোভা পাচ্ছে এ ফুল।

মোহাম্মদ আলী মডেল স্কুলের শিক্ষক অভিজিৎ সাহা বলেন, এই উপজেলায় একসময় অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যেত। বর্তমানে অনেক কমে গেছে। তবে এখনও শহরের বিভিন্ন মোড়, গ্রামীণ সড়ক, পার্ক, বিনোদন কেন্দ্রসহ বেশ কিছু এলাকায় কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে। রোদ আর গরমে কৃষ্ণচূড়া গাছ ও ফুল স্বস্তিদায়ক।

স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল বলেন, আমাকে বিভিন্ন কাজে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরতে হয়। এসময় চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছ। গাছে ফুল ফুটেছে। তীব্র দাবদাহে গাছগুলো ছায়া দেওয়ার পাশাপাশি সৌন্দর্যও ছড়াচ্ছে।

পরিবেশ ও প্রকৃতি বিষয়ক গবেষক কবি সংগঠক অধ্যক্ষ মুনীরুজ্জামান বলেন, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বহু আন্দোলনের পটভূমির সঙ্গে কৃষ্ণচূড়া গাছের নিবিড় সম্পর্ক রয়েছে। শোভাবর্ধনকারী এ গাছ দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরুত্ব বহন করে। শখের বশে এ গাছের কদর রয়েছে অনেকের কাছে।

বাংলাদেশে কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন পর্যন্ত। । তবে অন্যান্য দেশে কৃষ্ণচূড়া ফুল ফোটার সময় ভিন্ন। যেমন, আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায় জুনে, আরব আমিরাতে সেপ্টেম্বরে, ক্যারিবীয় অঞ্চলে মে থেকে সেপ্টেম্বর, ভারতে এপ্রিল থেকে জুন ও অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে এ ফুল ফোটে থাকে।

এমএসএম / এমএসএম

দিনাজপুরে কেজিতে ১০-২৫ টাকা বেড়েছে নতুন আলুর দাম

হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের

লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সকালের সময়ের ১ দশকে পদার্পণ উপলক্ষ্যে হিলিতে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত

রাজস্থলী কুদুমছড়া বৌদ্ধ বিহারে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা নানা আয়োজনের সম্পন্ন

মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ

দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা

সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে

একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত