ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দুই শিক্ষকের কাঁধে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দায়িত্ব দিলেন কাউন্সিলরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-৫-২০২৫ রাত ৯:৩৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে জায়ফরনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে দুই শিক্ষকের কাঁধে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির দায়িত্ব দিয়েছেন। উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উচ্চ শিক্ষিত দুই শিক্ষক নির্বাচিত হয়ে আসায় উপজেলার সচেতন মহল এ নির্বাচনকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। 

উচ্চ শিক্ষিত এ দুই শিক্ষকের গুরুত্বপূর্ণ দুই পদে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করছেন সাধারণ নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৫ মে) দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ ইসহাক আলী, আপ্তাব আলী, মোঃ ফাতির আলী ও মোহাম্মদ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম তোলা ও মোঃ নুরুল ইসলাম জুবেল, সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, চিকন মিয়া ও আব্দুর রব সেবুল প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এতে ওয়ার্ড কমিটির সদস্যদের ভোটে সভাপতি পদে উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ইসহাক আলী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপ্তাব আলী পেয়েছেন ১৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ নুরুল ইসলাম জুবেল ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম তুলা পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া  সাংগঠনিক সম্পাদক পদে গিয়াস উদ্দিন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত নুরুল ইসলাম জুবেল কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে ১৯৯২ সালে এসএসসি ও একই কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন। পরে ১৯৯৯ সালে সিলেট এমসি কলেজ থেকে বিএসসি পাস করেন। বিএসসি পাস করার পর তিনি ২০০০ সালে মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক পদে যোগদান করেন। পরে ২০০৯ সালে তিনি চাকুরি ছেড়ে লন্ডন চলে যান। এরপর ২০১১ সালে তিনি লন্ডন থেকে দেশে ফিরে এসে রাজনীতিতে সক্রিয় হন। কলেজে জীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে জুড়ী উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সদ্য বিলুপ্ত উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। 

সভাপতি পদে নির্বাচিত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ইসহাক আলী জুড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি, কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি এবং ১৯৯২ সালে একই কলেজ থেকে বিএ পাশ করেন। ২০০৪ সালে বিএড এবং ২০১৯ সালে তিনি এমএড পাশ করেন। ১৯৯৩ সালে তিনি উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক পদে যোগদান করে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালে তিনি উচ্চতর প্রশিক্ষণে সিঙ্গাপুর ও ফিলিপাইন গমন করেন। এছাড়া ২০১৬ ও ২০২২ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি শেরেবাংলা ও বেগম রোকেয়া পদক লাভ করেন।

আলাপকালে উপজেলা বিএনপির ত্যাগী অনেক নেতাকর্মীরা জানান, নোংরা রাজনীতির কারণে অনেক সময় শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসতে চায় না। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি'র নির্বাচনে কাউন্সিলবৃন্দ দুজন  উচ্চ শিক্ষিত শিক্ষককে নির্বাচিত করে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছেন। এ দুজনের মত উচ্চশিক্ষিত মানুষজন যদি রাজনীতিতে আসে তাহলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটা পরিবর্তন হবে।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার