ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পর্ব -২

রংপুর জেলা রেজিস্টার রফিকুল’এর বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৫-২০২৫ বিকাল ৬:৩

রংপুর জেলা রেজিস্টার রফিকুল’এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও স্বজন প্রীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। জেলা রেজিস্টারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন তো দূরের কথা তিনি নিজেই দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন ফলে রংপুর জেলা রেজিস্টার অফিসে এখন চলছে রমরমা ঘুষ বাণিজ্য। জেলা রেজিস্টার দীর্ঘদিনের ঘুষ বাণিজ্যে অভ্যস্ত হয়ে সাব রেজিস্টার থেকে জেলা রেজিস্টার হলেও তার পুরাতন অভ্যাসের কিছুই পরিবর্তন হয়নি। তার অনিয়ম খামখেয়ালি রংপুর জেলা রেজিষ্টার ও সাব রেজিস্টার অফিসগুলোতে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। পূর্বের চেয়ে তাঁর দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা বেড়ে গেছে। দৈনিক সকালের সময় প্রতিনিধি ভুক্তভোগীদের যেসব তথ্য সংগ্রহ করেছে তা রীতিমত ভয়াবহ ও সাধারণ সেবা প্রত্যাশীদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবসরপ্রাপ্ত শাহজাহান অফিস সহায়ক, বাবলু অফিস সহায়ক ও মশিউর রহমান এই তিন জন দুর্নীতির অন্যতম সহযোগী বলে জানা গেছে। প্রবাদ আছে কর্তার ইচ্ছেই কর্ম ফলে কর্তা যেমন অফিসের কর্ম ও তেমন। জেলা রেজিস্টার দুর্নীতি রোধ না করে টাকার বিনিময়ে তিনি সব অবৈধকে হালাল করার চেষ্টায় ব্যস্ত আছেন। জেলা রেজিস্টার দুর্নীতির এক সিদ্ধ হস্ত তিনি ভালো করে জানেন কিভাবে উপরের বসদের ম্যানেজ করতে হয়। জেলা রেজিস্টার রফিক জেলা রেজিস্টার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি বরাদ্দ ও টি সি’র টাকা আত্মসাৎ করেছেন। প্রশিক্ষণের টাকা ও তিনি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ আছে। তাছাড়া কাজী নিয়োগ পদোন্নতি বদলি নিয়োগে তিনি কোটি টাকার মত আয় করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র দৈনিক সকালের সময়কে জানিয়েছে। যেসব নকলনবীশ যোগ্য জ্যেষ্ঠতা অনুযায়ী নকলনবীশ থেকে পদোন্নতি পাবে তিনি তাদের নাম পরিবর্তন করে অযোগ্যদের কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগে ব্যস্ত আছেন। ইতিমধ্যে তৃতীয় শ্রেণির নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান ১৪ মে বুধবার তৃতীয় শ্রেণির নিয়োগ ও পদোন্নতির জন্য একটি অফিস আদেশ জারি করেন সেখানে ১৭ তারিখ বেলা ১১ টা জেলা রেজিস্টার নিয়ে নিবন্ধন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে। এদিকে ভুক্তভোগী ও পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা জানিয়েছে অভিযোগের তদন্ত ছাড়া পদোন্নতি দিলে বড় ধরনের আন্দোলন ও আদালতের আশ্রয় নিবেন।

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে