চট্টগ্রামে দুদকের উপপরিচালক সুবেল আহমেদ ক্ষমতার দাপট দেখালেন সার্জেন্টকে
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি ভবনে বসবাস করেন সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার ও দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।ভবনের নিচ তলায় গাড়ি পার্কিং নিয়ে শুরু হওয়া ছোট্ট একটি ঘটনার জেরে ক্ষমতার দাপটে ট্র্যাফিক সার্জেন্টকে শাস্তি দেওয়ার অভিযোগ ওঠেছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সুবেল আহমেদের বিরুদ্ধে।একই ভবনে বরাদ্দ ছাড়াই মৌখিক অনুমতিতে বসবাস করেছেন সুবেল আহমেদ।সরকারি ভবনে যথাযথ প্রক্রিয়ায় বরাদ্দ পেয়ে অবস্থান করেছেন সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার।
ভবনের পার্কিংয়ে দিনারের স্ত্রীর মালিকানাধীন গাড়ি থাকে। এ কারণে গাড়ি নিয়ে সরাসরি লিফটের কাছ নামতে বাধাপ্রাপ্ত হন সুবেল আহমেদ।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গাড়িটি সেখানে না রাখার জন্য দারোয়ানের মাধ্যমে নির্দেশ দেন।মৌখিক হুমকি ছাড়াও ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলেন,সার্জেন্টকে বলবেন আমার সাথে যোগাযোগ করার জন্য,না হয় তার বিপদ আছে।
সার্জেন্ট দিনার গাড়ি সরিয়ে আরো ভিতরের দিকে রাখলেও দুদক কর্মকর্তার সাথে যোগাযোগ করেননি। এই জেরে ব্যক্তিগত ক্ষোভ থেকে গত ৭ই মে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় অফিসে গিয়ে অভিযান চালিয়ে স্ত্রীর গাড়ির ত্রুটি দেখিয়ে সার্জেন্টকে হয়রানি করেন দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।
ঘটনার সূত্রপাতে জানা গেছে, সার্জেন্টের সঙ্গে নগরের আগ্রাবাদ সিজিএস কলোনির রেনখিয়াং ডি- ৯ নামে ভবনের পার্কিংয়ে ট্র্যাফিক সার্জেন্টের স্ত্রী তানহা আক্তার মিলির নামে নিবন্ধিত একটি গাড়ি থাকে। চট্ট মেট্রো ছ ৭১০৭১৬ নম্বরের গাড়িটি ২০২২ সালে অ্যাম্বুলেন্স হিসেবে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে নিবন্ধন নেয়া হয়েছিল, গাড়িটি পার্কিংয়ে থাকলে দুদকের সুবল আহমেদ সরাসরি গাড়ি থেকে লিফটের পাশে নামতে পারেন না।
সার্জেন্ট দিনার বলেন,গাড়িটি সরিয়ে রাখতে হুমকি দেয়ার পরে আমি অন্যত্র সরিয়ে নিই বিষয়টি এতটুকুই ছিল।এরই মধ্যে তিনি আমার স্ত্রীর গাড়ির নম্বর বিআরটিএ কার্যালয়ে পাঠান। পরবর্তীতে তথ্য নিয়ে বিআরটিএ কার্যালয়ে ডেকে নিয়ে উনার জুনিয়র কর্মকর্তাদের মাধ্যমে আমাকে একপ্রকার শাস্তি দেন।তিনি আরো বলেন,আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশন করা গাড়িটির সকল কাগজপত্র আপডেট আছে,তবে দুর্ঘটনার কারণে উপরে ছাঁদের সমস্যা হয়েছিল।মূলত তিনি দুদকের ক্ষমতা দেখিয়ে আমাকে এক প্রকার শাস্তি দিয়েছেন,যা আমাকে মানসিকভাবে মারাত্মক মর্মাহত ও বিপর্যস্ত করেছে।
এমএসএম / এমএসএম
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ
ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার
ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন
আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম
আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল
বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ