চট্টগ্রামে দুদকের উপপরিচালক সুবেল আহমেদ ক্ষমতার দাপট দেখালেন সার্জেন্টকে

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি ভবনে বসবাস করেন সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার ও দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।ভবনের নিচ তলায় গাড়ি পার্কিং নিয়ে শুরু হওয়া ছোট্ট একটি ঘটনার জেরে ক্ষমতার দাপটে ট্র্যাফিক সার্জেন্টকে শাস্তি দেওয়ার অভিযোগ ওঠেছে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সুবেল আহমেদের বিরুদ্ধে।একই ভবনে বরাদ্দ ছাড়াই মৌখিক অনুমতিতে বসবাস করেছেন সুবেল আহমেদ।সরকারি ভবনে যথাযথ প্রক্রিয়ায় বরাদ্দ পেয়ে অবস্থান করেছেন সার্জেন্ট দ্বীন মোহাম্মদ দিনার।
ভবনের পার্কিংয়ে দিনারের স্ত্রীর মালিকানাধীন গাড়ি থাকে। এ কারণে গাড়ি নিয়ে সরাসরি লিফটের কাছ নামতে বাধাপ্রাপ্ত হন সুবেল আহমেদ।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গাড়িটি সেখানে না রাখার জন্য দারোয়ানের মাধ্যমে নির্দেশ দেন।মৌখিক হুমকি ছাড়াও ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলেন,সার্জেন্টকে বলবেন আমার সাথে যোগাযোগ করার জন্য,না হয় তার বিপদ আছে।
সার্জেন্ট দিনার গাড়ি সরিয়ে আরো ভিতরের দিকে রাখলেও দুদক কর্মকর্তার সাথে যোগাযোগ করেননি। এই জেরে ব্যক্তিগত ক্ষোভ থেকে গত ৭ই মে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় অফিসে গিয়ে অভিযান চালিয়ে স্ত্রীর গাড়ির ত্রুটি দেখিয়ে সার্জেন্টকে হয়রানি করেন দুদক কর্মকর্তা সুবেল আহমেদ।
ঘটনার সূত্রপাতে জানা গেছে, সার্জেন্টের সঙ্গে নগরের আগ্রাবাদ সিজিএস কলোনির রেনখিয়াং ডি- ৯ নামে ভবনের পার্কিংয়ে ট্র্যাফিক সার্জেন্টের স্ত্রী তানহা আক্তার মিলির নামে নিবন্ধিত একটি গাড়ি থাকে। চট্ট মেট্রো ছ ৭১০৭১৬ নম্বরের গাড়িটি ২০২২ সালে অ্যাম্বুলেন্স হিসেবে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে নিবন্ধন নেয়া হয়েছিল, গাড়িটি পার্কিংয়ে থাকলে দুদকের সুবল আহমেদ সরাসরি গাড়ি থেকে লিফটের পাশে নামতে পারেন না।
সার্জেন্ট দিনার বলেন,গাড়িটি সরিয়ে রাখতে হুমকি দেয়ার পরে আমি অন্যত্র সরিয়ে নিই বিষয়টি এতটুকুই ছিল।এরই মধ্যে তিনি আমার স্ত্রীর গাড়ির নম্বর বিআরটিএ কার্যালয়ে পাঠান। পরবর্তীতে তথ্য নিয়ে বিআরটিএ কার্যালয়ে ডেকে নিয়ে উনার জুনিয়র কর্মকর্তাদের মাধ্যমে আমাকে একপ্রকার শাস্তি দেন।তিনি আরো বলেন,আমার স্ত্রীর নামে রেজিষ্ট্রেশন করা গাড়িটির সকল কাগজপত্র আপডেট আছে,তবে দুর্ঘটনার কারণে উপরে ছাঁদের সমস্যা হয়েছিল।মূলত তিনি দুদকের ক্ষমতা দেখিয়ে আমাকে এক প্রকার শাস্তি দিয়েছেন,যা আমাকে মানসিকভাবে মারাত্মক মর্মাহত ও বিপর্যস্ত করেছে।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
