পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ তাগিদ দিয়ে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিটি সংগ্রামে ছাত্রদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুম্ম জাতির আত্ম নিয়ন্ত্রণ অধিকার ও লড়াই সংগ্রামে ঐক্য জরুরি মন্তব্য করে অন্যথায় নিজের অস্তিত্ব রক্ষাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে নিজেদের স্বচেষ্টা রাখাসহ নিজেদের গড়ে তোলার আহ্বানও জানানো হয় এতে।
এ সময় রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে পাহাড়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমান পরিবেশ গড়ে উঠেছে এবং শান্তির পথ ধরে পাহাড়কে এগিয়ে নিতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। "জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন" স্লোগানে পিসিপির ৩৬ বছরে ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল-২০২৫ উপলক্ষে ছাত্র সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে।
মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে (ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ( পিসিপি) কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। এর আগে চেঙ্গি এস্কোয়ার থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে মিলিত হয়। সেখানে বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করে জাতীয় ও দলীয় সঙ্গিত পরিবেশন করে পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশ ও আলোচনা সভায় অংশ নেন। শুরুতে সংগঠনের জন্য আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে সাধারন সম্পাদক কলিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমা।
অন্যদিকে- ৩ যুগপূর্তিতে ছাত্র সমাবেশ করেছে জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)। এতে বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্মজাতি অধিকার বঞ্চিত দাবী করে আত্মনিয়য়ন্ত্রণাধিকারসহ পার্বত্য চুক্তিই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ মন্তব্য করে কালক্ষেপন না করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জোর দাবী জানান।
"পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান" স্লোগানে ৩ যুগপূর্তিতে উপলক্ষে খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র সমাবেশের বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি মহাজনপাড়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে জাতীয় ও দলীয় সঙ্গিতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে ছাত্র সমাবেশ শুরু করে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা জিমিট এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা। এছাড়াও বক্তব্য রাখেন,জেএসএস এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা,খাগড়াছড়ি জেলা সভাপতি প্রীতি খীসা,সাবেক ছাত্র ও সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক জগদীশ চাকমা,পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক কৃতিত্ব চাকমা,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক শুভ দেবনাথ ও হিল উইমেন্স ফেডারেশন এর আহবায়ক মায়া চৌধুরী এতে বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়