বালাগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা ও সামাজিক নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ'র সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নাজিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. রফিকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, টিএইচও ডা. হেপি দাশ, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আতিকা আফরোজ প্রমুখ।
এসময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা নিয়ে বক্তারা বলেন, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। আরও আলোচনা হয় আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুবিধাভোগীরা জানায়, ঋণ গ্রহণের মাধ্যমে সামাজিক পারিবারিক জীবনে স্বচ্ছলতা এসেছে। ঋণের পরিমাপ বাড়ানোর কথাও বলেন তারা।
অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার সাদেকুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম, আজবর আলী, কারিগড়ি প্রশিক্ষক হরেন্দ্র কুমার দাস সহ অফিসের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক

ঠাকুরগাওয়ে কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে ইন্টারফেইজ সভা

শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্মারা রয়ে গেছেঃ আলতাফ হোসেন চৌধুরী
