ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বালাগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা ও সামাজিক নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:২২

সিলেটের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ'র সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নাজিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. রফিকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, টিএইচও ডা. হেপি দাশ, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আতিকা আফরোজ প্রমুখ।

এসময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা নিয়ে বক্তারা বলেন, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। আরও আলোচনা হয় আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুবিধাভোগীরা জানায়, ঋণ গ্রহণের মাধ্যমে সামাজিক পারিবারিক জীবনে স্বচ্ছলতা এসেছে। ঋণের পরিমাপ বাড়ানোর কথাও বলেন তারা। 

অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার সাদেকুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম, আজবর আলী, কারিগড়ি প্রশিক্ষক হরেন্দ্র কুমার দাস  সহ অফিসের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ