বালাগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা ও সামাজিক নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ'র সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নাজিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. রফিকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, টিএইচও ডা. হেপি দাশ, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আতিকা আফরোজ প্রমুখ।
এসময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সকল বাস্তবায়ন, সমস্যা ও সমাধান এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা নিয়ে বক্তারা বলেন, দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন। আরও আলোচনা হয় আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব সম্পর্কে। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ কি হতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুবিধাভোগীরা জানায়, ঋণ গ্রহণের মাধ্যমে সামাজিক পারিবারিক জীবনে স্বচ্ছলতা এসেছে। ঋণের পরিমাপ বাড়ানোর কথাও বলেন তারা।
অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকা, সাংবাদিক, ইমাম, শিক্ষক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার সাদেকুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী আমিনুল ইসলাম, আজবর আলী, কারিগড়ি প্রশিক্ষক হরেন্দ্র কুমার দাস সহ অফিসের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা