ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রংপুর জেলা রেজিস্ট্রারের নির্দেশে জালিয়াত চক্র আবারো তৎপর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২৫ রাত ১১:৪৯

রংপুর জেলা রেজিস্ট্রারের নির্দেশে জালিয়াত চক্র আবারো নকলনবীশগণের অবৈধ গ্রেডেশন বৈধতা প্রমাণের পায়তারার গুরুতর অভিযোগ উঠেছে। নকলনবীশগণদের ভয় দেখানো হচ্ছে, যদি তারা সত্য কথা বলেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর জেলার পীরগঞ্জের সাব রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক শামীম হোসেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার দপ্তরে লিখিত অভিখযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, গত চার বছর আগে অবসরে গেছেন, মো. শাহজাহান, মোহাম্মদ আলী বাবলূ এবং এখনো কর্মরত মশিউরর রহমানকে নিয়ে অীফসে অবৈধ টাকা লেনদেন না করে কেরানীপাড়ার পাশে ডিসি মোড়ে টাকা ভর্তি খাম আদান প্রদান করা হচ্ছে। সম্প্রতি রংপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় হতে গংগাচড়া অফিসের সহকারী বদলী করা হয়েছে।  কিন্তু কুচক্রি মহলের মাধ্যমে জেলা রেজিস্ট্রারকে বলে গংগাচড়া অফিসে সদর কেরানীকে বলদী করা যাবে না। প্রতিমাসে সে সাব রেজিস্ট্রার অফিসে দলিলের বিভিন্ন ওয়ালটার দলিল, কমিশন অনৈতিক কাজকে গোপন রেখে মশিউর এর কাছ থেকে যে মাসোহারা দেওয়া হয় কালেকশনের টকা জেলা রেজিস্ট্রারটকে কম দেওয়া হবে। জেলা রেজিস্ট্রার তার বদলীর আদেশ না দিয়ে গংগচড়া অফিসের সহকারী পদটি শূন্য রেখে দিলরুবার কাছ থেকে ১২লাখ  টাকা পুনরায় তাকে সদরে বদলী করার পায়তারা করার অভিযোগ উঠেছে। 

তাছাড়া সম্প্রতি মশিউর ও জালিয়াত চক্রের সুবিধার্থে আর্শিক লালসায় পুনরায় অবৈধভাবে সদরের সহকারীকে পীরগঞ্জ বদলী করার পায়তারা করা হচ্ছে। যা মশিউর বিভিন্ন লোকজনের মুখে মুখে আলোচনা হচ্ছে। জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলাম বালামের ১০ লাখ টাকা সরকার বালাম বাঁধাইয়ের জন্য বরাদ্দ দেয় টেন্ডারের কথা বললে জেলা রেজিস্ট্রার তার কাছে বরাদ্ধকৃত টাকার অর্ধেক দাবি করে ; না পেয়ে কাজটি দেবেন না বলে জানানো হয়েছে। 

আর তার মনোনীত ব্যক্তি ছাড়া কাউকে কাজ দিবেননা এতে করে জেলা রেজিস্ট্রার যে, একজন দুর্নীতিবাজ তা প্রমানিত করা হয়েছে। রংপুর অফিসের অনেক পুরাতন বালাম ছিড়া রয়েছে, যদি বালাম বাঁধাইয়ের কাজ হতো তাহলে সাধারণ লোকজন উপকৃত হতেন।

আবার জেলা রেজিস্ট্রারের কারণে সুবিধা ভোগীরা উপকৃত আর সুবিধা বঞ্চিতরা তাদের প্রাপ্য অধিকার পাইতেন।  জেলা রেজিস্ট্রার রফিকুল ইসলামের বিরুদ্ধে কয়েক দফায় বিভিন্ন লেখা হলেও তিনি অবৈধ নিয়োগ, বদলী বাণিজ্য তার মনমতো লোকজনকে নিয়ে ভাল পোষ্টিং দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। আর নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে নকলনবীশদের সার্টিফিকেট বা নিয়োগপত্র, ও বালামের কাজের মান তদন্ত করে পুনরায় নতুন গ্রেডেশন তালিকা নিয়ন্ত্রণ করে রংপুর অীফসের পদোন্নতি প্রদান করলে স্বচ্ছতার প্রকাশ পাবে। আর অবৈধ কাজগুলো বিলম্বে হবে। এই চক্রের মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত নাজমুল নকলনবীশ, পদোন্নতিপ্রাপ্ত মেহরার রফিক মুন্সি, আঙ্গুরা , শ্রওীকান্তদের কাছ থেকে টকা নেয়, যা মশিউর গংগাচড়া অফিসে আলোচনা করা হয়েছে।

এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক রংপুর সা রেজিস্ট্রার অফিসের কর্মচারীরা যে স্বচ্ছ পরিবেশে ন্যায় অধিকার পান। সেজন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। 

এমএসএম / এমএসএম

রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

আপিল বিভাগের নিদের্শনা অমান্য করে জনবল নিয়োগ

ঘুষ কেলেংকারীতে ১৫ দিন খালি চট্টগ্রাম জেলা প্রশাসকের চেয়ার

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডির বিচার চেয়ে ফের দুদকে আবেদন

উৎপাদন বেড়েছে, খরচ কমেছে, নতুন প্রকল্পে আশার আলো

বিএনপি ক্ষমতায় গেলে সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তন করবে : জননেতা অধ্যাপক মামুন মাহমুদ

কারা অধিদপ্তরে সক্রিয় বদলী বাণিজ্য সিন্ডিকেট, মূলহোতা রিয়াল

দুদকের ফাঁদে ফেঁসে গেলেন এম এ কাশেম

দরপত্র খোলার আগেই ২.৫ কোটি টাকার চুক্তিতে কাজ নিশ্চিত করলো প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রুভেন বুল প্রকল্পের প্রকল্প পরিচালক

বিআরটিএ-এর দালালি করে কয়েক কোটি টাকার মালিক

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির

দেড় হাজার টাকা বেতনের সেই কর্মচারী এখন শতকোটি টাকার মালিক