ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে সড়কের পাশে ময়লায় ভাগাড়,দূষিত বর্জ্য পরিবেশের ভোগান্তিতে পথচারী


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩১-৫-২০২৫ দুপুর ১:২৬

কুমিল্লা নাঙ্গলকোটে সড়কের পাশে পৌরসভার ময়লায় ভাগাড় করার ফলে  পরিবেশ দূষিত হচ্ছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন ভ্যান ও ট্রাকে করে বাজার কুড়ানো আবর্জনা, ক্লিনিক, হাসপাতাল ও কশাই খানার দূষিত বর্জ্য এই ভাড়াড়ে ফেলছে যত্রতত্র। এরফলে বর্জ্যর পঁচা দুর্গন্ধে আশ-পাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। ভাগাড়ের চারপাশে বসত বাড়ি, স্কুল, মসজিদ, হসপিটাল ও মাদ্রাসা থাকলেও দেখার কেউ নেই।

এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারি চলাচল করে।ব্যাস্ততম এই সড়ক দিয়ে রাত-দিন ২৪ ঘন্টা শতশত মালবাহী ট্রাকসহ অসংখ্য ছোট ছোট যানবাহন চলাচল করে। এছাড়া স্কুল-কলেজ গামী শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে ভাগাড়ের দুর্গন্ধ যুক্ত মিশ্রিত বাতাস গ্রহনে তারা ডাইরিয়া, শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে।

নাঙ্গলকোট পৌরসভায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এই পৌরসভাটি প্রথম শ্রেণির পৌর সভা হলেও এখানে বসবাসরত নাগরিকরা প্রথম শ্রেনীর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হলেও পৌর করের জাতাকলে পিষ্ট হচ্ছেন পৌরবাসী। কোন রকম মুল্যায়ন ছাড়াই গত ১০ বছরে পৌরকর বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ। বাড়েনি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা। পৌরসভায় সেবা নিতে গেলে পদে পদে পৌরবাসীকে নাজেহাল হতে হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা, ড্রেন এবং প্রায় সড়কে রোড লাইট না থাকলেও কর আদায় করা হচ্ছে যথারিতী। এদিকে সড়কের প্রায়ই স্থানে ময়লার স্তুপে সয়লাব থাকে।

২০০২ সালে ৫নং নাঙ্গলকোট  ইউপির ১৪টি গ্রাম ও মৌকরা ইউপির ৫টি গ্রামসহ মোট ১৯টি গ্রামকে ৯ টি ওয়ার্ডে বিভক্ত করে নাঙ্গলকোট পৌরসভা প্রতিষ্ঠিত হয় বিএনপি সরকারের আমলে। ফলে নাঙ্গলকোট ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভার উত্তরের অংশ ৫নং মক্রবপুর ইউনিয়ন এবং পশ্চিমের অংশ ১২নং হেসাখাল ইউনিয়ন নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।

একাধিক পথচারি ও চালক বলেন, এই সড়ক দিয়ে চলাচলের সময় ময়লার ভাগাড় পার হওয়ার সময় ৩০ থেকে ৪৫ সেকেন্ট দমবন্দ করে পার হতে হয়। তখন আমাদের অনেক কষ্ট হয়।

এবিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, পৌরসভার নির্দিষ্ট কোন জায়গা না থাকায় আপাতত রেলওয়ে জায়গায়  ময়লা পালানো হচ্ছে । আমরা যত দ্রুত সম্ভব পৌরসভার অন্য কোথাও জায়গায় নিয়ে। এখান থেকে ময়লা আবর্জনা সরানোর ব্যবস্থা করব। 

এমএসএম / এমএসএম

‎বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক

চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত