ডাসারে বিএনপির দোয়া মাহফিলে "খোকন তালুকদার"

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ডাসার ইউনিয়ন বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) ডাসার কাঠালতলা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও জনপ্রিয় মুখ জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন,
“শহীদ জিয়াউর রহমান শুধু একজন সেনানায়ক ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জাতি মুক্তিযুদ্ধে একত্রিত হয় এবং স্বাধীনতার মূল ভিত্তি স্থাপিত হয়। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র চালু করে তিনি এদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রাখেন।” তিনি আরও বলেন, “আজ দেশে যে গণতান্ত্রিক সংকট ও জনদুর্ভোগ চলছে, তা থেকে উত্তরণের পথ শহীদ জিয়ার আদর্শেই নিহিত। তাঁর মতো সাহসী নেতৃত্ব ও জনভিত্তিক রাজনীতি ছাড়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, দেশের মানুষ এখন আর অপেক্ষা করতে চায় না। তাই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা জরুরি। জনগণ এখন নির্বাচন চায় এবং তারা দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় শ্রমিকদলের নেতা মহিউদ্দিন তালুকদার( ইরান), ডাসার উপজেলা প্রস্তাবিত যুবদলের সভাপতি নুরুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপি নেতা ইসমাইল হাওলাদার ও ইব্রাহিম মাতুব্বর।
তারা শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনার নীতি, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক দক্ষতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহীন, সাংগঠনিক সম্পাদক শওকত মাতব্বর, যুবদল নেতা আমির হোসেন, রেদোয়ান হোসেন রুবেল, ছাত্রদলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মেহেরাব হাসান মেহেদী, বনি আমিনসহ ডাসার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে শহীদ জিয়ার আত্মার শান্তি, দেশবাসীর কল্যাণ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো আয়োজনটি
শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে
Link Copied