ডাসারে পার্টনার কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস”। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই কংগ্রেস আয়োজন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায়। এতে তৃণমূল পর্যায়ের কৃষক, সাংবাদিক, স্থানীয় প্রতিনিধি এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল- আরেফীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিলটন বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন PARTNER কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান। এছাড়া আরও অনেকেই তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, “PARTNER প্রোগ্রাম দেশের কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ নারী-পুরুষদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে সরকারি নীতি ও সহায়তার সংযোগ স্থাপন সহজ হয়।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের অভিজ্ঞতা ও চাহিদার কথা তুলে ধরেন, পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, বাজার সংযোগ এবং সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
