ডাসারে পার্টনার কংগ্রেসে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে আলোচনা
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস”। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই কংগ্রেস আয়োজন করা হয় ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায়। এতে তৃণমূল পর্যায়ের কৃষক, সাংবাদিক, স্থানীয় প্রতিনিধি এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল- আরেফীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিলটন বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন PARTNER কর্মসূচির সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান। এছাড়া আরও অনেকেই তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, “PARTNER প্রোগ্রাম দেশের কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ নারী-পুরুষদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে সরকারি নীতি ও সহায়তার সংযোগ স্থাপন সহজ হয়।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের অভিজ্ঞতা ও চাহিদার কথা তুলে ধরেন, পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, বাজার সংযোগ এবং সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে বক্তারা পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত
দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি