ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: ঐক্য ও সংগঠনের বার্তা


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ৪:৪৫

দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট গোয়ালমারী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১৭ জুন (মঙ্গলবার) বিকেল ৩টায় ইউনিয়নের গোয়ালমারী চৌধুরী বাড়ি মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। তিনি বলেন, “দলের শক্তি তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে।”

প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক  আহাম্মদ হোসেন তালুকদার, এম এ সাত্তার, মোঃ এনামুল হক সফর তালুকদার; আহ্বায়ক সদস্য মোঃ সালাউদ্দিন ভূঁইয়া;

গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মিলন ডাক্তার; গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহুল আমিন শেখ; উপজেলা শ্রমিকদলের সভাপতি জামাল হোসেন; উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি; উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান;
ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন; শিল্পপতি শাহাবুদ্দিন;

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক স্বপন বেপারি; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব; সদস্য আনোয়ার প্রধান; আলমগীর হোসেন লায়ন; কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য গাফফার ভূঁইয়া; গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম; উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরদার; উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্রধান;  ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৌরভ ফকির; ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া; ইউনিয়ন ছাত্রদলনেতা শাকিল আহমেদ;
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম মোল্লা; ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর নবী;
এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী রায়হান উদ্দিন রেনু মুন্সি; সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ করিম বিপ্লব; জাকির হোসেন মিয়াজী ও সালেহ মুসা মিয়াজী;

সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আওলাদ হোসেন।

সমাপনী বক্তব্যে মোঃ মিজানুর প্রধান বলেন, “বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হয়ে যাঁরা এ আয়োজনকে সফল করেছেন, আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দলের প্রয়োজনে যেকোন কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকবো।"

উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে। 

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কাপাসিয়া 'ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরে' অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত