বরেন্দ্র অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ‘ফেরিওয়ালা
রাজশাহীর তানোরে ৩৬ বছর ধরে কাঁধে ভার নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মনহারির চুরি, ফিতা, আলতা, সাবান বিক্রি করে সংসার চালাচ্ছেন তানোর সদর হিন্দুপাড়ার চন্দন। ৩৬ বছর আগে গ্রামাঞ্চলে দোকান পাট রাস্তাঘাট তেমন ছিল না। সেই সময় চুরি, ফিতা, আলতা, সাবান এগুলো গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন এসব ফেরিওয়ালারা।সে সময় গ্রামাঞ্চলে ঈদের প্রসাধনীসহ আলতা, সাবান, স্নো, পাউডার ও চুরি, ফিতার চাহিদা মেটাতেন এই ফেরিওয়ালারা। ফলে, গ্রামাঞ্চলে তাদের কদর অনেক বেশি থাকলেও সেগুলো এখন আর দেখা যায় না। কিন্তু সেই আদি ব্যবসা ধরে রেখেছেন চন্দন।তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি এই পেশা ধরে রেখে জীবিকা নির্বাহ করছেন। তিনি শুক্রবার ও মঙ্গলবার হাটে এসব বিক্রি করেন। আর অন্যদিনগুলোতে কাধে ভার নিয়ে এসব প্রসাধনী সকাল সন্ধ্যা পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করেন। এক সময়ে তানোর উপজেলা গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না।সেই সময় এ ধরনের ফেরিওয়ালার সংখ্যাও ছিলো অনেক। কিন্তু এখন আর চোখে পড়ে না এসব প্রসাধনীর বিক্রি করা ফেরিওয়ালার। কালের আবর্তনে বিলুপ্ত হয়ে গেছে এসব ফেরিওয়ালা।
গ্রামাঞ্চলের গড়ে উঠেছে মার্কেট ও বিশাল বিশাল এ ধরনের দোকানপাট। আজ তানোর উপজেলার গেটের রাস্তায় হঠাৎ চোড়ে পড়লো চুরি ফিতা আলতা সাবানসহ বিভিন্ন প্রসাধনীর মারামাল নিয়ে কাদে ভার নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে এসব বিক্রি করে বাড়ি ফিরছেন। এসময় কথা হয় তার সাথে।
তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে আমি এই ব্যবসা করছি, শুক্রবার ও মঙ্গলবার গোল্লাপাড়া হাটে বিক্রি করি। অন্য দিনগুলোতে বিভিন্ন গ্রাম ঘুরে এসব বিক্রি করি। আগে গ্রামে গেলে বেচা কেনা বেশি হতো। এখন একটু কম। তবে, খারাপ না। যা বিক্রি করি তাতেই চলে যায় সংসার। তিনি বলেন, এখন গ্রামসহ বিভিন্ন হাট বাজারে বাহারীসব দোকান পাটের কারনে বেচা কেনা আগের মত হরতে পারিনা।
তিনি আরও বলেন, গ্রাম ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বিক্রি হয়। তাতে প্রতিদিন ৩ শ টাকা থেকে ৫ শ টাকা পর্যন্ত লাভ হয়। আগে বিক্রি বেশি হতো লাভও বেশি হতো। রাজশাহী শহরসহ বিভিন্ন শহর থেকে এসব মালামাল ক্রয় করে গ্রামে গিয়ে বিক্রি করি। তিনি আরো বলেন, আগে অনেকেই এই ব্যবসা করতেন।
কালের আবর্তনে তারা এই ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। কিন্তু আমি ছাড়তে পারছি না। দীর্ঘদিনের এই ব্যবসার প্রতি মায়া জন্মে গেছে। যতদিন বেচে আছি এই ব্যবসায় করে যাবো বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
Link Copied