রূপগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে বিক্রেতা আটক, ৫টি জবাইকৃত ঘোড়া উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে ঘোড়ার মাংস বিক্রির সময় ফয়েজ মিয়া (৩৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় জবাই করা ৫টি ঘোড়া উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোররাতে রূপগঞ্জ উপজেলার আনসার সদস্যদের একটি টহল দল অভিযান চালিয়ে ওই বিক্রেতাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে রূপগঞ্জের পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজি অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা অটোরিকশার দিকে এগিয়ে গেলে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যরা দেখেন, একটি চক্র কোনো প্রকার অনুমোদন ছাড়াই পাঁচটি ঘোড়া জবাই করেছে এবং অটোরিকশা ও সিএনজিযোগে উপজেলার বিভিন্ন স্থানে ঘোড়ার মাংস বিক্রি করছে। ঘটনাস্থল থেকে ফয়েজ মিয়া নামে একজনকে আটক করা হয়। আনসারদের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। আটক ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বরমপাড়া এলাকার হাফিজ মিঞার ছেলে।
স্থানীয়দের কয়েকজন জানান, পূর্বাচল উপশহরকে নীরব এলাকা হিসেবে বেছে নিয়ে বেশ কিছুদিন ধরেই এই চক্রটি ঘোড়ার মাংস বিক্রি করছে। মঙ্গলবার ভোরে একটি প্লটের ভেতরে পাঁচটি ঘোড়া জবাই করে তাদের মাংস আলাদা করা হয়। এছাড়া সেখান থেকে এই ঘোড়ার মাংস বিভিন্ন মাংস বিক্রেতাদের কাছে সিএনজি ও অটোরিকশাযোগে বিক্রি করা হয়। আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন এবং আটককৃত ফয়েজ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন।
এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, "রাতের টহল চলাকালে আমরা ১০ নম্বর সেক্টরের একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৫টি জবাইকৃত ঘোড়া ও একজনকে আটক করি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় এবং রূপগঞ্জ থানা পুলিশের সোপর্দ করা হয়।" এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, "ঘোড়ার মাংস বিক্রির সময় আটক ব্যক্তি একজন সিএনজি চালক বলে জানতে পারি। সিএনজির মাধ্যমে তিনি ঘোড়ার মাংস বিভিন্ন স্থানে পৌঁছে দেন। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
