ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

গতি আসছে না সিডিএ’র দুর্নীতি তদন্ত কমিটিতে


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২-৭-২০২৫ দুপুর ১:৪

বিগত সরকারের আমলে চট্টগ্রামের উন্নয়নের জন্য গৃহিত প্রকল্প বাস্তবায়নে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তাদের বিরুদ্ধে। সেসব দুর্নীতির তদন্ত করতে মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করা হলেও আলোর মুখ দেখছে না সেই তদন্ত। কমিটি গঠনের ৭ মাস চলমান হলেও এখনো কোন মিটিং করতে পারেনি তদন্ত কমিটি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে চলছে নানা সমালোচনা। নিছক ব্যস্ততা নাকি দুর্নীতিবাজদের বাঁচাতে কেউ কলকাঠি নাড়ছেন তা নিয়ে রয়েছে সংশয়। দুর্নীতির সাথে জড়িতরা নানাভাবে তদবীর করছে বলেও বিশ্বস্ত সুত্রে জানা গেছে। 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখা-২ এর উপসচিব এবং তদন্ত কমিটির সদস্য মো. নাজমুল আলম কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ ওঠেছে, টানা ১৬ বছর সরকার পরিচালনা করে বাংলাদেশ আওয়ামী লীগ, সেময়ে সরকারের ঘনিষ্ঠ হতে যে যেভাবে পারছে সেভাবেই তদবীর করছে। সেই তদবীর করতে গিয়ে অনৈতিকভাবে আয় করেছে বিপুল অর্থ আর সেই অর্থ দিয়ে কেনা হয়েছে পদ-পদবী। সিডিএ’র ক্ষেত্রেও তাই হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে পছন্দের লোকদেরকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব।  সহকারী প্রকৌশলীদের করা হয়েছে বড়বড় প্রকল্পের পরিচালক (পিডি)। আর তারা দায়িত্ব নিয়েই বস্’র মন রক্ষায় শুরু করেছেন অনিয়ম। বিভিন্ন প্রকল্প থেকে অনিয়মের মাধমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এসব বিষয় নিয়ে সিডিএ এর প্রধান প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের পিডি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীসহ ১৫ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কশিনে (দুদক) মামলা চলমান আছে। মামলা থাকার কারনে তাদের প্রমোশন বন্ধ রয়েছে দীর্ঘনি, ফলে তারা অবসরে যাওয়ার সময় কোন আর্থিক সুবিধা না পাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে অনেকেই সেই অর্থ পাবেনা জেনে অনিয়মের মাধ্যমে দুই হাতে টাকা কামাচ্ছেন। আবার মামলা জটিলতায় পড়েছেন ভালো অফিসারও। এসব জটিলতা কাটাতে ও দুর্নীতিবাজদের চিহ্নত করতে গত বছরের ১১ ডিসেম্বর একটি তদন্ত কমিটি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটির কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় গত ২৩ এপ্রিল সেই কমিটি পূণর্গঠন করা হয়েছে। এই কমিটিতে আহবায়ক করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনকে আর সদস্যসচিব করা হয়েছে চট্টগ্রাম উন্ননয় কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমাকে। কমিটির অন্য সদস্যরা হলেন, গণপূর্ত অধিদপ্তরের মনিটরিং এন্ড অডিট সার্কেল ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদ মাহবুব মোরশেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখা-২ এর উপসচিব মো. নাজমুল আলম, সিডিএর বোর্ড সদস্য স্থপতি সৈয়দা জারিনা হোসাইন ও সৈয়দ কুদরত আলী। মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন এই চিঠিতে স্বাক্ষর করেছেন।

কমিটির কার্য পরিধি সম্পর্কে বলা হয়েছে, ”কমিটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্প সমূহের বিষয়ে বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিযোগ সমূহ ও প্রকল্প বাস্তবায়নকালে অনিয়মসমূহ যাচাইপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করবেন, কমিটি প্রয়োজনে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যাক্তি/প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করতে পারবেন, কমিটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করবেন।

নাম প্রকাশ না করার শর্তে সিডিএ’র একাধিক কর্মকর্তা জানান, যেসব অফিসার বিগত সরকারের আমলে নানা অনিয়মে জড়িত তারা অনৈতিকভাবে বিপুল পরিমান অর্থ আয় করেছেন, অনেকের সন্তানরা আমেরিকাতে লেখাপড়া করছে, অনেকে একাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন আবা অনেকে বিদেশে পাচার করেছেন টাকা। তারা আবার এখনো বহাল আছে, তাদের অনৈতিক টাকার মেশিন এই পদ ধরে রাখতে নানাভাবে তদবীর চালাচ্ছেন। কমিটিকে ম্যানেজ করার চেষ্টাও করছেন কেউ কেউ।

এই বিষয়ে জানতে চট্টগ্রাম উন্ননয় কর্তৃপক্ষের (সিডিএ) সচিব ও তদন্ত কমিটির সদস্যসচিব রবীন্দ্র চাকমার সাথে দেখা করতে চাইলে ব্যস্ততার অযুহাতে তিনি দেখা করেননি।এব্যপারে জানতে তদন্ত কমিটির আহবায়ক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন অসুস্থ ও চিকিৎসাধীন আছেন বিধায় বক্তব্য পাওয়া যায়নি। 

তবে কমিটির সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখা-২ এর উপসচিব মো. নাজমুল আলম বলেন, পূর্বের কমিটি বাদ দিয়ে নতুনভাবে কমিটি পূণর্গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক অসুস্থ থাকায় আমরা এখনো কাজ শুরু করতে পারিনি, মিটিং করতে পারিনি। ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, কিন্তু ২ মাসতো চলে গেল, কবে নাগাদ প্রতিবেদন দিতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, ”কাজটি ছোট নয়, এর পরিধি অনেক বড়, একটু সময়তো লাগবে, আশা করছি আহবায়ক মহোদয় সুস্থ হলে কাজ শুরু হবে। তবে আমরা কোন অনিয়মকে প্রশ্রয় দিব না, যা সত্য তাই প্রতিবেদন দেয়া হবে।”
অনিয়মের লাগাম টেনে ধরতে আগের দুর্নীতির বিচার জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা হবে একটা রেফারেন্স, উপযুক্ত বিচার করতে পারলে অপরাধ কমবে আর করতে না পারলে অনিয়মের মাত্রা আরো বাড়বে। 

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী

মেহেরপুরে গোভীপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত