ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়ির পাহাড়ে নতুন সম্ভাবনা: রাম্বুটান চাষে সফল ডা. আকেইপ্রু চৌধুরী


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৬-৭-২০২৫ রাত ১০:৩৪

সবুজ পাহাড়ে ঘেরা খাগড়াছড়িতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে বিদেশি ফল রাম্বুটান। প্রায় আড়াই একর পাহাড়ের ঢালুতে রাম্বুটান চাষ করে সফলতা অর্জন করেছেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকেইপ্রু চৌধুরী।

মহালছড়ি উপজেলা বিহারটিলা এলাকায় নিজ বাড়ির সামনে রাম্বুটান ফলের গড়ে তুলেছেন।২০২১ সালে শখে বাগানটি শুরু করেন। এখন চার বছর বয়সি সারি সারি গাছে খোকায় থোকায় ঝুলছে পাকা লাল এবং হলুদ রঙের রসালো সুস্বাদু রাম্বুটান। গাছ ভর্তি ফল আসায় বিদেশি ফলটি এখন পাহাড়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে। এই ফল পাহাড়ে নতুন অর্থনৈতিক সম্ভাবনা দেখাচ্ছে বলছেন কৃষিবিদরা।

রাম্বুটান দেখতে অনেকটা লিচুর মতো, তবে এর ত্বক নরম এবং লোমশ কাঁটা দিয়ে ঢাকা থাকে। মিষ্টি ও স্বাদযুক্ত মাংসালো। ফলে ভিটামিন সি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধভরা।

ইন্দোনেশিয়ান লাল জাত বিনজাই, থাইল্যান্ড লাল রং রিয়ান, ফিলিপাইন হলুদ জাত কুইজন, মালয়েশিয়ান স্কুল বয় বা আনাক সেকুলা লাল জাত, ইন্ডিয়ান মালয়েশিয়ান হাইব্রিড এন-১৮ লাল এই পাঁচ জাত বিদেশি রাম্বুটান চাষ হচ্ছে। 

আকেইপ্রু চৌধুরী বলেন, আড়াই একর ভিটা খালি জায়গায় শখের বসে বাগান শুরু করি। বাগানে চার বছর বয়সি ২২০টি গাছ আছে এর মধ্যে ১৮০টি গাছে ফলন এসেছে। প্রতিটি গাছে ১৫ থেকে ২০ কেজির বেশি ফল পাওয়া যাবে আশা করছি। কেজি ৮০০ টাকা দরে বিক্রি করছি। ১৮০টি গাছে কি পরিমাণ ফল এসেছে তা এখন বলা যাচ্ছে না। সেপ্টেম্বর মাস পর্যন্ত ফল পাওয়া যাবে।

তিনি বলেন, শখের বাগান থেকে বাণিজ্যিকভাবে চিন্তাভাবনায় চলে এসেছে। গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় এক স্থানে মালয়েশিয়ান স্কুল বয় বা আনাক সেকুলা লাল জাতটি এক হাজার চারা লাগিয়েছি এক বছর হয়েছে।

মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভুঁইয়া বলেন, রাম্বুটান পাহাড়ে চাষাবাদের উপযুক্ত। দেখেছি গাছে ফলন ভালো এসেছে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে। খেয়াল রাখতে হবে যাহাতে গাছের গোড়ায় পানি না জমে। ফলটির উচ্চ বাজারমূল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে চাষিরা এটি থেকে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করছেন।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মালেক জুয়েল বলেন, পাহাড়ের মাটি ও আবহাওয়া রাম্বুটান চাষের উপযোগী। আরও উন্নত জাত বের করতে অভিযান চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

শিবচরে গণমাধ্যমকর্মীদের সাথে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রোকনউদ্দিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় অবৈধ স-মিল দিয়ে চলছে রমরমা ব্যবসা,ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইমাম মোয়াজ্জেম ও খতিবদের সাথে বিএনপির নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন

চিতলমারীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন

ঘূর্ণিঝড় মন্থার প্রবাবে রাণীনগরে নূয়ে পড়েছে রোপা-আমন ধান ফলন নিয়ে সংখ্যা

বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শেরপুরে দুই দিনব্যাপী ফাতেমা রাণীর তীর্থোৎসব সমাপ্ত

রাস্তায় জ্বালাও পোড়াও করে তারেক রহমানের কমিটি বাতিল করা যাবে না-- খন্দকার নাসিরুল ইসলাম

যশোরে চারদফা দাবিতে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎অসময়ের বৃষ্টিতে ক্ষেতলালে কৃষি বিপর্যয়: রোপা আমন ধানের ক্ষতি, দিশেহারা কৃষক