ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শান্তি-সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার প্রত্যয়


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৯-৭-২০২৫ বিকাল ৫:১৪

শান্তি-সম্প্রীতির খাগড়াছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন সদস্য শেফালিকা ত্রিপুরা। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ,খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,নিটোল মণি চাকমা, প্রফেসর আবদুল লতিফসহ সদস্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।  

পরিষদের সদস্যরা অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাকে ফুল দিয়ে গ্রহণ করেন। পরে অনুভুতি ব্যক্ত নিজের করণীয় নিয়ে চেয়ারম্যান ও সদস্যরা বক্তব্য রাখেন। এর আগে গত মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে আর্দেশ জারী করে। 

এর এক দিন আগেই, সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ