সন্দেহের তীর সাবেক চেয়ারম্যানের দিকে
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে গোপন কক্ষে ৯ লক্ষ টাকা উদ্ধার
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল কেবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুলাই, ২০২৫) দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পরিষদের নির্বাহী কর্মকর্তা, সদস্যবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তালাবদ্ধ ওই গোপন কক্ষটি খুলে নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।
পরিষদের কর্মকর্তারা ধারণা করছেন, উদ্ধার হওয়া এই টাকাগুলো সদ্য দায়িত্ব থেকে অপসারিত হওয়া জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সময়কালে গোপন কক্ষটিতে রাখা হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কক্ষটি কেবল সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ব্যবহার করতেন এবং এটি ছিল তার ব্যক্তিগত গোপন কক্ষ। ওই কক্ষের চাবি জিরুনা ত্রিপুরা ছাড়া আর কারো কাছে ছিল না এবং সেখানে প্রবেশ সবার জন্যই নিষিদ্ধ ছিল।
অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, "পরিষদে এত নগদ টাকা থাকার কোনো যৌক্তিক কারণ নেই। কীভাবে এসব টাকা এই গোপন কক্ষে এলো, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি আরও জানান, ইতোমধ্যে এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকাগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত অর্থের উৎস, মালিকানা ও ব্যয়ের বৈধতা যাচাইয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন বদলি, নিয়োগ বাণিজ্য ও কাজের বিপরীতে ঘুষের নেওয়া টাকা প্যাকেটে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা হলেও তা নিয়ে যাওয়ার সুযোগ না পাওয়ায় টাকাগুলো আলাদা আলাদা প্যাকেটে ও বিভিন্ন বক্সে ফাইল কেবিনেটে লুকিয়ে রাখা হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে বিরত থাকার আদেশ জারির পর গতকাল মঙ্গলবার পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনীত আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন
সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত
মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন
বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,
ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা
বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী
জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে