ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আইইউবিএটি ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, কৃষি গবেষণায় সহযোগিতার নতুন দ্বার উন্মোচন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:৪৮

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) গতকাল (৮ জুলাই) আইইউবিএটি কনফারেন্স হলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৃষি গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হলো।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির পক্ষে অধ্যাপক সেলিনা নার্গিস, কোষাধ্যক্ষ ও পরিচালক (প্রশাসন); অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, অধ্যাপক, কৃষি অনুষদ; অধ্যাপক ড. এ জে এম সিরাজুল করিম, চেয়ারম্যান, কৃষি অনুষদ; অধ্যাপক ড. সজল সাহা, পরিচালক, মিয়ন গবেষণা ইনস্টিটিউট; এবং ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ও সমন্বয়কারী, কৃষি অনুষদ। কেজিএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ড. মো. মনোয়ার করিম খান, সিনিয়র স্পেশালিস্ট (ক্লাইমেট ও ন্যাচারাল রিসোর্সেস); এবং নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এছাড়াও আইইউবিএটির কৃষি অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কেজিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রব বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনে এই ধরনের একাডেমিক ও গবেষণাভিত্তিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার বলেন, “আইইউবিএটির সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হবে। আইইউবিএটিতে কৃষি গবেষণার যে সম্ভাবনা রয়েছে, তা এই অংশীদারত্বের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে। এখন থেকে আইইউবিএটির শিক্ষকগণ কেজিএফ-এর বিভিন্ন গবেষণা অনুদানের জন্য আবেদন করতে পারবেন, যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, কৃষি প্রযুক্তি হস্তান্তর, একাডেমিক বিনিময় ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে যা বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে এবং কৃষি উন্নয়নে টেকসই অগ্রগতির পথ সুগম করবে।

এমএসএম / এমএসএম

৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি

বিশ্ব মান দিবসের আলোচনায় সভায় বক্তারা ভেজাল ও নকলকারীদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে

কমিউনিটি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে কৌশলগত অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব’ শীর্ষক আর্থিক সচেতনতামূলক কর্মসূচি পালন করছে এনআরবিসি ব্যাংক

আবারো গ্রাহকদের জন্য ফ্রি অ্যাসেসমেন্টের সুযোগ নিয়ে এলো সার্ভিসিং ২৪

বি ডি সি এফ –এর বার্ষিক সভা অনুষ্ঠিত: যাত্রা শুরু বি সি পি এস–এর

নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” উপলক্ষ্যে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও ২ টি বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সিভিল এভিয়েশন একাডেমিতে ‘সিকিউরিটি কালচার ইন এভিয়েশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি