ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আইইউবিএটি ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, কৃষি গবেষণায় সহযোগিতার নতুন দ্বার উন্মোচন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-৭-২০২৫ বিকাল ৫:৪৮

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) গতকাল (৮ জুলাই) আইইউবিএটি কনফারেন্স হলে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৃষি গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হলো।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির পক্ষে অধ্যাপক সেলিনা নার্গিস, কোষাধ্যক্ষ ও পরিচালক (প্রশাসন); অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, অধ্যাপক, কৃষি অনুষদ; অধ্যাপক ড. এ জে এম সিরাজুল করিম, চেয়ারম্যান, কৃষি অনুষদ; অধ্যাপক ড. সজল সাহা, পরিচালক, মিয়ন গবেষণা ইনস্টিটিউট; এবং ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ও সমন্বয়কারী, কৃষি অনুষদ। কেজিএফ-এর পক্ষে উপস্থিত ছিলেন ড. মো. মনোয়ার করিম খান, সিনিয়র স্পেশালিস্ট (ক্লাইমেট ও ন্যাচারাল রিসোর্সেস); এবং নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এছাড়াও আইইউবিএটির কৃষি অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কেজিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রব বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন ও জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনে এই ধরনের একাডেমিক ও গবেষণাভিত্তিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার বলেন, “আইইউবিএটির সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হবে। আইইউবিএটিতে কৃষি গবেষণার যে সম্ভাবনা রয়েছে, তা এই অংশীদারত্বের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে। এখন থেকে আইইউবিএটির শিক্ষকগণ কেজিএফ-এর বিভিন্ন গবেষণা অনুদানের জন্য আবেদন করতে পারবেন, যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, কৃষি প্রযুক্তি হস্তান্তর, একাডেমিক বিনিময় ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে যা বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে এবং কৃষি উন্নয়নে টেকসই অগ্রগতির পথ সুগম করবে।

এমএসএম / এমএসএম

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন

বাংলাদেশ ব্যাংক থেকে সাসটেইনেবল রেটিং ক্রেস্ট ও সম্মাননা পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

৪টি আগ্নেয়াস্ত্রসহ মহেশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী আটক: কোস্ট গার্ডের অভিযান

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্বপ্ন চালু করলো প্রথমবার সেলফ-চেকআউট কাউন্টার

অপো নিয়ে এলো ‘ রেনো১৪ সিরিজ ফাইভজি নাইটলাইফ রেনোগ্রাফি’ প্রতিযোগিতা