ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরী সংকট: চরম ভোগান্তিতে রোগীরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:৩

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরীর তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে হাসপাতালের পরিবেশ ভয়াবহভাবে নোংরা হয়ে পড়েছে এবং রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। ওয়ার্ড, করিডোর ও টয়লেটসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে অনেকেই কষ্ট পাচ্ছেন এবং টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, অপরিচ্ছন্নতার কারণে রোগীদের পাশাপাশি তাদের স্বজনরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অন্যদিকে, হাসপাতালের ভেতরে ও বাইরে যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ আরও নোংরা হচ্ছে।

হাসপাতালের কর্মরত একজন নার্স জানান, "রাতের বেলায় কোনো প্রহরী না থাকায় আমাদের আতঙ্কে থাকতে হয়। অনেক সময় বাইরের লোকজন ঢুকে পড়ে, কেউ বাধা দেয় না।"

সচেতন নাগরিকরা মনে করেন, পরিচ্ছন্নতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি রোগীর স্বজনদেরও সচেতন হওয়া জরুরি। হাসপাতাল চত্বরে কয়েকটি ময়লা ফেলার ঝুড়ি থাকলেও অনেকেই তা ব্যবহার না করে যেখানে-সেখানে ময়লা ফেলছেন, এতে নোংরা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

একজন স্থানীয় শিক্ষক বলেন, "পরিচ্ছন্নতা শুধু হাসপাতালের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। সচেতন না হলে যত জনবলই দিন, তাতে কাজ হবে না।"

স্থানীয়দের দাবি, অবিলম্বে হাসপাতালের জনবল সংকট দূর করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীর স্বজনদের সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম ও সতর্কতামূলক নোটিশ দেওয়া প্রয়োজন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম হোসেন বলেন, "আমাদের এখানে প্রয়োজনীয় সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারী নেই। অল্প কয়েকজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে, যা মোটেই যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা প্রহরী নেই। নিরাপত্তা প্রহরী না থাকায় হাসপাতালের বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়, আবার কিছু জায়গা পরিণত হয়েছে নেশাখোরদের আড্ডাস্থলে।"

এমএসএম / এমএসএম

সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ

বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন

বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত

বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত

গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

বগুড়া-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন মোশারফ হোসেন