ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরী সংকট: চরম ভোগান্তিতে রোগীরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:৩

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরীর তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে হাসপাতালের পরিবেশ ভয়াবহভাবে নোংরা হয়ে পড়েছে এবং রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। ওয়ার্ড, করিডোর ও টয়লেটসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে অনেকেই কষ্ট পাচ্ছেন এবং টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, অপরিচ্ছন্নতার কারণে রোগীদের পাশাপাশি তাদের স্বজনরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অন্যদিকে, হাসপাতালের ভেতরে ও বাইরে যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ আরও নোংরা হচ্ছে।

হাসপাতালের কর্মরত একজন নার্স জানান, "রাতের বেলায় কোনো প্রহরী না থাকায় আমাদের আতঙ্কে থাকতে হয়। অনেক সময় বাইরের লোকজন ঢুকে পড়ে, কেউ বাধা দেয় না।"

সচেতন নাগরিকরা মনে করেন, পরিচ্ছন্নতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি রোগীর স্বজনদেরও সচেতন হওয়া জরুরি। হাসপাতাল চত্বরে কয়েকটি ময়লা ফেলার ঝুড়ি থাকলেও অনেকেই তা ব্যবহার না করে যেখানে-সেখানে ময়লা ফেলছেন, এতে নোংরা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

একজন স্থানীয় শিক্ষক বলেন, "পরিচ্ছন্নতা শুধু হাসপাতালের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। সচেতন না হলে যত জনবলই দিন, তাতে কাজ হবে না।"

স্থানীয়দের দাবি, অবিলম্বে হাসপাতালের জনবল সংকট দূর করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীর স্বজনদের সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম ও সতর্কতামূলক নোটিশ দেওয়া প্রয়োজন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম হোসেন বলেন, "আমাদের এখানে প্রয়োজনীয় সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারী নেই। অল্প কয়েকজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে, যা মোটেই যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা প্রহরী নেই। নিরাপত্তা প্রহরী না থাকায় হাসপাতালের বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়, আবার কিছু জায়গা পরিণত হয়েছে নেশাখোরদের আড্ডাস্থলে।"

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু