ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরী সংকট: চরম ভোগান্তিতে রোগীরা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:৩

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণির কর্মচারী ও নিরাপত্তা প্রহরীর তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে হাসপাতালের পরিবেশ ভয়াবহভাবে নোংরা হয়ে পড়েছে এবং রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। ওয়ার্ড, করিডোর ও টয়লেটসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে অনেকেই কষ্ট পাচ্ছেন এবং টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, অপরিচ্ছন্নতার কারণে রোগীদের পাশাপাশি তাদের স্বজনরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অন্যদিকে, হাসপাতালের ভেতরে ও বাইরে যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ আরও নোংরা হচ্ছে।

হাসপাতালের কর্মরত একজন নার্স জানান, "রাতের বেলায় কোনো প্রহরী না থাকায় আমাদের আতঙ্কে থাকতে হয়। অনেক সময় বাইরের লোকজন ঢুকে পড়ে, কেউ বাধা দেয় না।"

সচেতন নাগরিকরা মনে করেন, পরিচ্ছন্নতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি রোগীর স্বজনদেরও সচেতন হওয়া জরুরি। হাসপাতাল চত্বরে কয়েকটি ময়লা ফেলার ঝুড়ি থাকলেও অনেকেই তা ব্যবহার না করে যেখানে-সেখানে ময়লা ফেলছেন, এতে নোংরা আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

একজন স্থানীয় শিক্ষক বলেন, "পরিচ্ছন্নতা শুধু হাসপাতালের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। সচেতন না হলে যত জনবলই দিন, তাতে কাজ হবে না।"

স্থানীয়দের দাবি, অবিলম্বে হাসপাতালের জনবল সংকট দূর করে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীর স্বজনদের সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম ও সতর্কতামূলক নোটিশ দেওয়া প্রয়োজন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম হোসেন বলেন, "আমাদের এখানে প্রয়োজনীয় সংখ্যক চতুর্থ শ্রেণির কর্মচারী নেই। অল্প কয়েকজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে, যা মোটেই যথেষ্ট নয়। দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা প্রহরী নেই। নিরাপত্তা প্রহরী না থাকায় হাসপাতালের বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়, আবার কিছু জায়গা পরিণত হয়েছে নেশাখোরদের আড্ডাস্থলে।"

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই