ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজের উদ্বোধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:৩৯

রাজধানী ঢাকার উপকণ্ঠ রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হলেও ভোলাব ইউনিয়ন ছিল অবহেলিত। প্রায় ৬০ হাজার জনসংখ্যার এই ইউনিয়নটি জনসংখ্যায় এগিয়ে থাকলেও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল। এলাকার বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত হওয়ায় আর্থিক অনটনের কারণে মাধ্যমিকের পর অনেক ছেলে-মেয়ে ঝরে যেত। যোগাযোগ ব্যবস্থা সহ নানা প্রতিবন্ধকতার কারণে এ ইউনিয়নের সিংহভাগ ছেলে-মেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারত না। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় গণবাংলা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন, যা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক খুশি এনে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, রূপগঞ্জের সীমান্তবর্তী ভোলাব ইউনিয়নে চারটি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি মাদ্রাসা থাকলেও এতদিন কোনো কলেজ ছিল না। এলাকার বেশিরভাগ শিক্ষার্থী আর্থিক অভাব-অনটন ও কাছাকাছি কলেজ না থাকায় মাধ্যমিকের পর ঝরে পড়তো। অবশেষে এই আক্ষেপের অবসান ঘটিয়েছেন ভোলাব ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গণবাংলা উচ্চ বিদ্যালয়ে কলেজ চালু করার উদ্যোগ গ্রহণ করেন, যাতে শিক্ষার্থীদের মাধ্যমিকের পর আর ঝরে পড়তে না হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে এই কলেজের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ আনন্দিত।

গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন, "ভোলাব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল গণবাংলা উচ্চ বিদ্যালয়ে একটি কলেজ হবে। অনেকে এটিকে কলেজ করার চেষ্টা করলেও সফল হয়নি। তবে আলমগীর হোসেন টিটু সহ যাদের উদ্যোগে কলেজটি চালু হচ্ছে, তাদের কাছে ভোলাব ইউনিয়নবাসী কৃতজ্ঞ থাকবে। অর্থের অভাবে যারা শিক্ষা লাভ করতে পারে না, তাদের জন্য কলেজটি আশীর্বাদস্বরূপ। তারা এখানে স্বল্প খরচে লেখাপড়া করতে পারবে।"

এ ব্যাপারে ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, "এখানে চারটি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি মাদ্রাসা রয়েছে, কিন্তু কোনো কলেজ নেই। কীভাবে এলাকার হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেদিক বিবেচনা করে গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় আমাদের এ স্বপ্ন বাস্তবে রূপ নিবে। এইচএসসি শেষ করে ছেলে-মেয়েরা দেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে ভোলাব ইউনিয়নের সুনাম করবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "ভোলাব ইউনিয়নবাসী সহ ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর উদ্যোগে আজ একটি নতুন কলেজের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষাক্ষেত্রে অনেকটা সুগম হবে বলে আমি মনে করি। আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা প্রয়োজন, সেটা করবো।"

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত