রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজের উদ্বোধন

রাজধানী ঢাকার উপকণ্ঠ রূপগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন হলেও ভোলাব ইউনিয়ন ছিল অবহেলিত। প্রায় ৬০ হাজার জনসংখ্যার এই ইউনিয়নটি জনসংখ্যায় এগিয়ে থাকলেও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল। এলাকার বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত হওয়ায় আর্থিক অনটনের কারণে মাধ্যমিকের পর অনেক ছেলে-মেয়ে ঝরে যেত। যোগাযোগ ব্যবস্থা সহ নানা প্রতিবন্ধকতার কারণে এ ইউনিয়নের সিংহভাগ ছেলে-মেয়ে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারত না। এসব বিষয় বিবেচনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় গণবাংলা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ নিয়েছেন, যা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক খুশি এনে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, রূপগঞ্জের সীমান্তবর্তী ভোলাব ইউনিয়নে চারটি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কয়েকটি মাদ্রাসা থাকলেও এতদিন কোনো কলেজ ছিল না। এলাকার বেশিরভাগ শিক্ষার্থী আর্থিক অভাব-অনটন ও কাছাকাছি কলেজ না থাকায় মাধ্যমিকের পর ঝরে পড়তো। অবশেষে এই আক্ষেপের অবসান ঘটিয়েছেন ভোলাব ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গণবাংলা উচ্চ বিদ্যালয়ে কলেজ চালু করার উদ্যোগ গ্রহণ করেন, যাতে শিক্ষার্থীদের মাধ্যমিকের পর আর ঝরে পড়তে না হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮ জন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে এই কলেজের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ আনন্দিত।
গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন, "ভোলাব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল গণবাংলা উচ্চ বিদ্যালয়ে একটি কলেজ হবে। অনেকে এটিকে কলেজ করার চেষ্টা করলেও সফল হয়নি। তবে আলমগীর হোসেন টিটু সহ যাদের উদ্যোগে কলেজটি চালু হচ্ছে, তাদের কাছে ভোলাব ইউনিয়নবাসী কৃতজ্ঞ থাকবে। অর্থের অভাবে যারা শিক্ষা লাভ করতে পারে না, তাদের জন্য কলেজটি আশীর্বাদস্বরূপ। তারা এখানে স্বল্প খরচে লেখাপড়া করতে পারবে।"
এ ব্যাপারে ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, "এখানে চারটি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি মাদ্রাসা রয়েছে, কিন্তু কোনো কলেজ নেই। কীভাবে এলাকার হতদরিদ্র, মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেদিক বিবেচনা করে গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা রাখি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় আমাদের এ স্বপ্ন বাস্তবে রূপ নিবে। এইচএসসি শেষ করে ছেলে-মেয়েরা দেশের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে ভোলাব ইউনিয়নের সুনাম করবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "ভোলাব ইউনিয়নবাসী সহ ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর উদ্যোগে আজ একটি নতুন কলেজের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষাক্ষেত্রে অনেকটা সুগম হবে বলে আমি মনে করি। আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা প্রয়োজন, সেটা করবো।"
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
