ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া বিএনপির শীর্ষ ২ নেতাকে ঘিরে বিতর্ক অব্যাহত


শেখ সবুজ আহমেদ, খোকসা photo শেখ সবুজ আহমেদ, খোকসা
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১:৪৮

কুষ্টিয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে আসছেন দলের সাধারণ নেতাকর্মীরা। গত বছরের ৪ই নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা পদবঞ্চিত হওয়ায় কমিটি বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে থাকে দলের সাধারণ নেতাকর্মীরা। পদ পাওয়ার পর থেকেই এই দুই শীর্ষ নেতা বেপরোয়া হয়ে পড়েছেন এবং বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের সঙ্গে নিজেদের জড়িয়েছেন বলে দলের কর্মীরা অভিযোগ করেছেন। কুষ্টিয়া জেলার প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, পৌর কমিটি ও উপজেলা কমিটিতে মোটা অংকের বাণিজ্যের মাধ্যমে নিজেদের পছন্দের অযোগ্য লোককে বসিয়েছেন এই দুই শীর্ষ নেতা। কর্মীদের অভিযোগ ও দৈনিক সকালের সময়ের অনুসন্ধানে জানা যায়, মোটা অংকের টাকার বিনিময়ে জাসদ ও আওয়ামী লীগের লোকদেরকে বিএনপির বিভিন্ন কমিটিতে শীর্ষ পদে রাখা হয়েছে। এতে যেমন দল ধ্বংসের পথে, ঠিক তেমনই কর্মীদের মনোবল হারাচ্ছে দলের প্রতি।

কুষ্টিয়ার এই দুই নেতার বিরুদ্ধে অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জেলার চরমপন্থী নেতা ও শীর্ষ সন্ত্রাসী লিপ্টন, যিনি একসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদরের সাবেক সংসদ সদস্য মাহাবুল আলম হানিফের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এই লিপ্টনের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। কিন্তু গত বছরের ৫ই আগস্টের পর থেকে এই শীর্ষ সন্ত্রাসী লিপ্টন জাকির সরকারের হাত ধরে বিএনপিতে যোগ দেন। অভিযোগ উঠেছে, এর পর থেকে কুষ্টিয়া জেলার সন্ত্রাসী ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন জাকির সরকার এই লিপ্টনের মাধ্যমে। অনুসন্ধানে আরও উঠে আসে যে, কুষ্টিয়া জেলার মব সন্ত্রাসের নেপথ্যের নায়ক এই দুই শীর্ষ বিএনপি নেতা।

কুষ্টিয়া জেলার পৌর বিএনপির কাউন্সিলে মোটা অংকের টাকার বিনিময়ে ও নিজেদের প্রার্থীদের জয়ী করে ভোট কারচুপির অভিযোগ উঠেছে, যার গোপন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। তিনি বলেন, "নির্বাচন ঘিরে দলের নানা সংশয় থাকলেও আমরা দলের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্রের অনুশীলনের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছিলাম। কিন্তু আমাদের আশঙ্কাকে সত্য করে নির্বাচন কমিশনার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং নানা বিতর্কের সৃষ্টি করেছে।"

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকারকে পাতানো নির্বাচনের জন্য দায়ী করে এই প্রভাবশালী নেতা বলেন, "তাদের থেকে আমরা দূরে ছিলাম কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদেরকে কথা দেওয়া হয়েছিল একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে, কিন্তু তারা তাদের ওয়াদা রাখতে পারেনি।"

কুষ্টিয়া জেলার এই দুই শীর্ষ নেতার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং কুষ্টিয়াতে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আরেক শীর্ষ নেতা। তিনি আরও বলেন, "কুষ্টিয়া জেলা বিএনপি এখন জাসদ, আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র।" কুষ্টিয়া জেলার সাধারণ নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বলেন, "অতি দ্রুত কুষ্টিয়ার এ কমিটি বাতিল ঘোষণা করা হোক এবং সেই সঙ্গে আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির সরকারকে বহিষ্কার করা হোক, তা না হলে কলঙ্কের কালি লাগবে বিএনপিতে।"

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের ফোন বন্ধ পাওয়া যায় এবং জাকির সরকারকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

মহেশখালীতে রাতে অপহরণের পর সকালে মিলল যুবকের লাশ

আবার রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ

তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ

উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি পাচারকারী দুই জন গ্রেফতার

বরগুনায় তিন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রাজশাহী-১ আসনে শরিফ উদ্দিনের বিরোধিতা না বিএনপির বিরোধিতা

টেকনাফে মুক্তিপণে ফিরেছে অপহৃত ব্যবসায়ী

কোচিং-এর গোলকধাঁধায়, শ্রেণিকক্ষে পাঠদানে গুরুত্ব নেই

হাসিনা বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল: আব্দুল খালেক

দাউদকান্দির ধারিবন গ্রামে একমাত্র রাস্তাটি বন্ধ, পানিবন্দি কয়েকটি পরিবার

ভূরুঙ্গামারীতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের জীবন দক্ষতা বিষয়ক ২৫তম সেশন অনুষ্ঠিত

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ডা:কে এম বাবর সংবাদ সম্মেলনে স্ত্রীর অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পানিবন্দি ২ হাজার পরিবারকে যুবদলের ত্রাণ সহায়তা