পাইলটকে বাঁচানোর আক্ষেপ শিক্ষকের

গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে। স্কুলের স্পোর্টস শিক্ষক নুরুজ্জামান সবুজ আক্ষেপ করে বলছিলেন, "আগে বুঝতে পারলে হয়তো পাইলটকে বাঁচাতে পারতাম।"
নুরুজ্জামান সবুজ জানান, হঠাৎ বিকট শব্দ শোনার সাথে সাথেই তার রুমের টিনের চাল ফুটো হয়ে মেঝেতে কিছু একটা পড়ে। এতে পুরো রুম অন্ধকার হয়ে যায় এবং বাতাসে দরজা বন্ধ হয়ে যায়। তিনি এবং এক ম্যাডাম কোনোমতে রুম থেকে বের হয়ে ডান দিকে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে। তিনি বলেন, "যখন আমাদের রুমের মধ্যে চেয়ারসহ পাইলট পড়ছে, আমরা তখন বুঝতে পারিনি। আমি রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে চলে যাই। সেখানে দেখি একজন ছাত্রসহ দুজন মারা গেছে। আমি তখন সেখানে উদ্ধার কাজে হাত দেই। কিন্তু আমার রুমে যে পাইলট পড়ে আছে, এটা আমি বুঝতে পারিনি। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পরে একজন বলে যে আমার রুমের টিনের উপরে প্যারাসুট দেখা যায়। পরে আমি ও আর্মি গিয়ে তাকে উদ্ধার করি।" ওই শিক্ষক আক্ষেপ করে বলেন, "উপর থেকে পড়ার সাথে সাথে যদি লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে হাসপাতালে নেওয়া যেত, তাহলে হয়তো তাকে বাঁচানো যেত।"
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনা মোকাবিলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলা বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এই আকস্মিক দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।
এমএসএম / এমএসএম

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত

পেট্রোবাংলায় ২৯১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আ’লীগের আমলে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তোপাজ্জলের কারখানায় হামলা-লুট

ব্যর্থতায় রাকিব-নাছির নেতৃত্বাধীন ছাত্রদল কমিটি ভাঙছে, আসছে নতুন নেতৃত্ব

বীর মুক্তিযোদ্ধা ড. অরূপরতন চৌধুরী’র জন্মদিন

আলোচিত ফেলানীর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

মেট্রোপলিটন হিন্দু কর্মজীবী সমবায় সমিতির অর্থ তছরুপ

উত্তরার গণসমাবেশে আনোয়ার হোসেনের হাতে হাতপাখা তুলে দিলেন চরমোনাই পীর

উত্তর সিটির টেন্ডারবাজিতে এখনো আওয়ামী ফ্যাসিস্টদের দৌরাত্ম

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির

ধর্ষণের মামলায় এএসপি নাজমুস সাকিব গ্রেপ্তার হচ্ছে না, চাকরিতে থেকে তদন্ত প্রভাবিত করছেন

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী: দায় এড়ানোর কৌশল খুঁজেছেন গাজীপুর সিটি কর্পোরেশনকে
