চিতলমারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে চিতলমারীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় চিতলমারী উপজেলা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—বছরের পর বছর কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করলেও সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ সোহাগ মোল্লা, সদস্য সচিব মোঃ আজিজুল হক, আল ঈমান একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন ফকির, শেখ আছির উদ্দিন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ ইবনে সিনা এবং আল সাবিল ইসলামিক একাডেমির পরিচালক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, “সরকার যদি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সত্যিই আন্তরিক হয়, তবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করা জরুরি। এটি কোনো অনুদান বা দয়া নয়—বরং এটি একটি ন্যায্য অধিকার। আমরা আর বৈষম্য সহ্য করবো না।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন শত শত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে একমত পোষণ করে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
পরবর্তীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আগামী বৃত্তি পরীক্ষায় দেশের সকল কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল আশ্বস্ত করে বলেন, “আপনাদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সুপারিশ করা হবে।”
এমন মানববন্ধন কেবল চিতলমারী নয়, বরং দেশের অন্যান্য এলাকাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
