ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চিতলমারীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৪৫

বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে চিতলমারীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় চিতলমারী উপজেলা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—বছরের পর বছর কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করলেও সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ সোহাগ মোল্লা, সদস্য সচিব মোঃ আজিজুল হক, আল ঈমান একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন ফকির, শেখ আছির উদ্দিন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ ইবনে সিনা এবং আল সাবিল ইসলামিক একাডেমির পরিচালক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, “সরকার যদি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সত্যিই আন্তরিক হয়, তবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করা জরুরি। এটি কোনো অনুদান বা দয়া নয়—বরং এটি একটি ন্যায্য অধিকার। আমরা আর বৈষম্য সহ্য করবো না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শত শত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে একমত পোষণ করে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পরবর্তীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চিতলমারী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আগামী বৃত্তি পরীক্ষায় দেশের সকল কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপস পাল আশ্বস্ত করে বলেন, “আপনাদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সুপারিশ করা হবে।”

এমন মানববন্ধন কেবল চিতলমারী নয়, বরং দেশের অন্যান্য এলাকাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ