নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন- আলিয়ারা গ্রামের রোকন আলির স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান গনি (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫), কাজী রোকনের ছেলে কাজী কবির আহম্মেদ (৩৫), রুস্তম আলীর ছেলে আবু তাহের (৬০)।
স্থানীয়রা জানান, গত ২৪ জুন সকাল ১১ স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদের উপর কয়েক দফা হামলা করে আলাউদ্দিন গং । এতে কৃষক আবুল খায়ের ও তার বাক প্রতিবন্ধী শরিফ উল্লাহ গুরুতর আহত হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন। পরবর্তীতে ২০ জুলাই রাত ৩ টায় আবারো আলাউদ্দিন গং আবুল কাদের বাড়িতে হামলাও ভাঙচুর করে দুটি পিজিয়ান দুধের গরু ও দুটি বাচুর নিয়ে যায়। এ বিষয়ে বিভিন্ন মিডিয়া নিজ প্রকাশের পর। ২৫ জুলাই শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ ইঞ্জিনিয়ার রিয়াদ হোসেন বলেন, আলাউদ্দিন গং আমাদের উপর কয়েক দফা হামলা করে আমাদের অনেকে আহত করেন এবং গুলিবিদ্ধ কয়দিন অবস্থা আশঙ্কাজনক।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শিমা মজুমদার বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে তিনজন নারী ও একজন কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। পরে আবার দুজন পুরুষ গুলিবিদ্ধ অবস্থায় আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
উল্লেখ্য গত ১২ ই নভেম্বর ২০২৪ আমিনুল ইসলাম আলাউদ্দিন কৃষক আবুল খায়েরের তিনটি গরুর চুরি করে নিয়ে যায়। এতে প্রমাণিত হলে ৫০ হাজার টাকা জরিমানা দেন সুরুজ মিয়ার ছেলে আলাউদ্দিন। সেই থেকে তাতে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি। এবং দফায় দফার সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী হামলা মামলা শিকার হয়। এই নিয়ে তিন দফা হামলা হয় আবুল কাদের পরিবারের উপর। তাই এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছেন ।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম