ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

তানোরের শুকদেবপুর স্কুল: ৩২ বছরেও সীমানা নেই, মাঠ জলমগ্ন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ১:১৫

রাজশাহীর তানোরের শুকদেবপুর উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত। প্রতিষ্ঠার ৩২ বছরেও নির্মাণ করা যায়নি সীমানা প্রাচীর এবং সংস্কার না করায় স্কুল চত্বরের মাঠটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। অন্যদিকে, খরা মৌসুমেও খানাখন্দ ও ছোট বড় গর্তের কারণে ওই মাঠে খেলাধুলা করতে পারে না শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

আজ সরেজমিন দেখা গেছে, সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের দক্ষিণে পাকা রাস্তার ধারে জমির মধ্যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় শুকদেবপুর উচ্চ বিদ্যালয়। পুরোনো ঘরগুলো ভেঙে সেখানে সরকারিভাবে নির্মিত হয়েছে ২ তলাবিশিষ্ট একটি মাত্র ভবন। প্রতিষ্ঠার ৩২ বছরেও গড়ে তোলা হয়নি বাউন্ডারি ওয়াল এবং সংস্কার করা হয়নি স্কুল চত্বরের একমাত্র মাঠটি। স্কুল চত্বরের মাঠের বেশিরভাগ অংশ ডুবে রয়েছে পানিতে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ১৮০ জন। এসময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, "মাঠটি সংস্কার না করায় খরা মৌসুমেও ছোট বড় গর্ত ও সমান না থাকার কারণে আমরা খেলাধুলা করতে পারি না এবং বর্ষা মৌসুমে প্রায় পুরো মাঠই পানিতে ডুবে থাকে।" শিক্ষার্থীরা আরও বলেন, "শিক্ষকদের আমরা বলেছি মাঠ সংস্কার করার জন্য কিন্তু তা হয়নি। দ্রুত মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।"

এ ব্যাপারে শুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস জানান, প্রতিষ্ঠার পর এই বিদ্যালয়ে সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। মাঠ সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, "বাউন্ডারি ওয়াল না থাকায় এই মাঠের ওপর দিয়েই এলাকার কৃষকরা তাদের ধান ও আলু নিয়ে যাওয়ার কারণে মাঠ নষ্ট হয়ে গেছে।"

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে বিএনপি সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময়ে তানোরে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এবং এই অঞ্চলের শিক্ষার পরিবেশও ছিল না। তখন এই স্কুলটি নির্মাণ করা হয়। কিন্তু স্কুল নির্মাণের পর মাঠের কোনো সংস্কার করা হয়নি এবং তৈরি করা হয়নি বাউন্ডারি ওয়াল। তবে, পুরোনো টিনশেডের ঘরগুলো ভেঙে সেখানেই নির্মাণ করা হয়েছে ২ তলা নতুন ভবন। ভবনটি দেখতে সুন্দর হলেও সামনের মাঠের কারণে স্কুলের সব সৌন্দর্য ম্লান হয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তানোর উপজেলা কৃষকদল আহ্বায়ক ও শুকদেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি নাসির উদ্দীন মিঠু জানান, তিনি অল্পদিন হলো সভাপতির দায়িত্ব নিয়েছেন। স্কুল চত্বরের মাঠের অবস্থা খুবই খারাপ স্বীকার করে তিনি বলেন, পার্শ্বেই স্কুলেরই ১ বিঘার একটি পুকুর রয়েছে সেখান থেকে মাটি কেটে মাঠ সংস্কারের উদ্যোগ নেবেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার