ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলন

পদ্মার ডেঞ্জার জোনে সন্ত্রাসীদের তাণ্ডব, হুমকির মুখে বসতবাড়ি ও ফসলি জমি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর ‘ডেঞ্জার জোন’ এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি চক্র। বসতবাড়ি, ফসলি জমি, ও নদী ভাঙন রোধ করতে হাইকোর্ট এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক কুষ্টিয়া ও রাজবাড়ী অঞ্চলের পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে অবৈধভাবে বালি উত্তোলনকারী চক্র সিন্ডিকেট করে দিনের পর দিন পদ্মা নদীর তীরবর্তী মানুষকে জিম্মি করে দিনে-রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এতে দিনে দিনে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মা নদী সংলগ্ন তীরবর্তী প্রায় দুইটি ইউনিয়নের কয়েকশত একর জমির ফসল ও আবাদি জমি। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। হুমকিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের মানুষ। তবে স্থানীয়রা বলেন, "এই অন্যায়ের প্রতিবাদ করারও উপায় নেই। কথা বললেই বন্দুকের মুখে পড়তে হয়!" স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে চৌদ্দহাজার মৌজাতে বালু তোলায় নেতৃত্ব দিচ্ছেন- দৌলতপুর উপজেলার বিএনপির প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবার। তবে রাজশাহী, পাবনা, নাটোর ও কুষ্টিয়া জেলার প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নেতৃত্বে এই চক্রটি প্রশাসনিক বাধা উপেক্ষা করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে।

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ বালু উত্তোলনে আধিপত্য বিস্তারের জন্য মাঝেমধ্যেই কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত- দৌলতপুর উপজেলার মরিচা ও ফিলিপনগর ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ, ফয়জুল্লাহপুর, বাহিরচর, ষোলদাগ, রায়টাঘাটগুলোতে পানিপথে স্পিডবোট কর্তৃক ধাওয়া পাল্টা ধাওয়া ও এলোপাথাড়ি গুলি বর্ষণ চলে। গত ১১/০৭/২০২৫ ইং তারিখ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ, ফয়জুল্লাহপুর ঘাটে "রাজশাহী জেলার বাঘা উপজেলা হতে স্পিডবোট যোগে এসে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে- 'রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার' এর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীরা।" এতে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের কামরুল গাইনের ভাই আমরুল গাইন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এতে কামরুল গাইন বাদী হয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাতে- তার ভাই আমরুল গাইনকে হত্যার উদ্দেশ্যে গুলি করার কারণে একটি নিয়মিত মামলা দায়ের করেন। যাহা ভেড়ামারা থানার মামলা নম্বর-৬, তারিখ-১১/০৭/২০২৫। এই মামলার এজাহারভুক্ত মূল পরিকল্পনাকারী আসামি "রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার" সহ তার সন্ত্রাসী বাহিনীরা, এতে একটি আসামিও গ্রেপ্তার হয়নি এখনো! তবুও থেমে নেই শামীম সরকারের সন্ত্রাসী বাহিনী কর্তৃক, রাজশাহী হতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে অবৈধভাবে মোটা বালু উত্তোলন। তবে অনুসন্ধানে আসে, নদীপথের বালুদস্যু, ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীদের আশ্রয়স্থল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর, মরিচা ইউনিয়ন সহ রাজশাহী জেলার বাঘা উপজেলার এবং নাটোর-পাবনা জেলার সন্ত্রাসী বাহিনীদের, আর এই সন্ত্রাসী বাহিনীদের নগদ কাঁচা টাকা ইনকামের বড় অংশ এই দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার বালুঘাট।

অপরিকল্পিত এই বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রকৃতি। ভেঙে যাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি। এতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে শত কোটি টাকার রক্ষা বাঁধ চরম ঝুঁকির মুখে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় কুষ্টিয়া প্রশাসন বালি তোলাকে অবৈধ বললেও নৌ পুলিশ জনবল সংকটে নিরুপায়। কুষ্টিয়া জেলার, দৌলতপুর উপজেলার ভূমিদস্যু, বালুখেকো, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা সহ নানান অপকর্মে জড়িত দৌলতপুর উপজেলার প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারণেই নিষেধাজ্ঞা থাকার পরও বালু উত্তোলন হচ্ছে। গত ৫-আগস্ট-২০২৪ রাজনৈতিক পটপরিবর্তনের পর, বেপরোয়া হয়ে উঠে দৌলতপুর উপজেলার রাজনৈতিক প্রভাবশালী পরিবার ও তাদের অনুসারীরা। সম্প্রতি আবারও মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজায় প্রয়াত, জমিদার আব্দুল আজিজ মাস্টারের সহ চরাঞ্চলের জনগণের- মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে ড্রেজার, বলগেট ও বালিবাহী নৌকা দিয়ে মোটা বালু উত্তোলন শুরু করেছে রাজশাহীর "মেসার্স সরকার ট্রেডার্স" নামক একটি প্রতিষ্ঠান। রাজশাহীর ইজারাদার কুষ্টিয়ায় কেন? তথ্য অনুযায়ী, রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট বামনডাঙ্গা নামক গ্রামের মৃত বাচ্চু সরকারের ছেলে এস.এম. সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের নেতৃত্বে চলছে এই অবৈধ কার্যক্রম। "মেসার্স সরকার ট্রেডার্স"-এর নামে রাজশাহীর বাঘা উপজেলার লক্ষীনগর মৌজায় ২৪ একর আয়তনের একটি বৈধ বালুমহাল ইজারা নিলেও, তারা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে এসে বালু উত্তোলন করছে, যা সম্পূর্ণ বেআইনি। তবে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজার জমি মালিক ও "ফিলিপনগর এবং মরিচা ইউনিয়নের জনগণের প্রাণের দাবি- মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজাতে অবৈধভাবে এই বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়া জেলা প্রশাসক সহ কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দপ্তরের সহযোগিতা চেয়ে" রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারের সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় স্থল ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, অন্যথায় ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের শত কোটি টাকার রক্ষা বাঁধ রক্ষার্থে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ে মানববন্ধন সহ নানান কর্মসূচির ডাক দিবে। উল্লেখিত বিষয়ে "মেসার্স সরকার ট্রেডার্স" এর স্বত্বাধিকারী এস,এম, এখলাস আহমেদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "রাজশাহী জেলা প্রশাসক কর্তৃক আমার প্রাপ্ত বাঘা উপজেলার লক্ষীনগর মৌজাতে ইজারা নিয়েছি, তবে শামীম সরকার যদি ইজারাপ্রাপ্ত এরিয়ার বাইরে, কুষ্টিয়া জেলার মধ্যে বালু উত্তোলন করে, সেটা অবশ্যই অবশ্যই আইন বহির্ভূত, বিষয়টি আমি দেখছি।"

এমএসএম / এমএসএম

জামালপুরে বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য, আটক ৫

মসজিদের পুকুরের মাছ লুট, চরম হতাশায় গুচ্ছগ্রামবাসী

ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে

নবীনগরে ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

ভূঞাপুরে অবৈধ করাতকলে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে এবারও জায়গা পায়নি পাবিপ্রবি

তানোরে ছয় কমিটি নিয়ে দ্বন্দ্ব দুই নেতার কথা বন্ধ

ঈদগাঁওতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই : ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুরে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন: প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিশুকে টাইফয়েডের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা

ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান পালিত হয়েছে

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম