বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা ব্যক্তি হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

নাটোরের সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা ব্যক্তির লাশ পাওয়া, হত্যার রহস্য উদ্ঘাটন হয়েয়ে। জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (২ আগষ্ট) র্যাব-৫ তাদের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টায় নাটোর জেলার সিংড়া থানার ইটালি ইউনিয়নের কলেজপাড়ায় একটি অজ্ঞাত লাশের সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে র্যাব-৫ এর একটি দল পরিদর্শন করেন। সিংড়া থানার পুলিশ উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রকৃত রহস্য উদঘাটনের জন্য র্যাব-৫, রাজশাহীর একটি দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় নাটোরের সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম এলাকা থেকে ক্লুলেস ঘটনার সংগে জড়িত সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের ফারুক প্রামানিকের ছেলে সাগর প্রামানিক (১৮) ও মনসের প্রামানিকের ছেলে সুলতান প্রামানিক'কে (১৯) গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, গত চার মাস আগে ভিকটিম জিহাদের সাথে তাদের পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে তারা মাঝেমধ্যে একসাথে আড্ডা দিত ও গাঁজা সেবন করতো। কিছুদিন ধরে আসামি সাগরের কাছে কোন টাকা পয়সা ছিল না। আসামী সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য কি করবে ভেবে পাচ্ছিল না। এই সময় তার বন্ধু সুলতান প্রামানিককে আর্থিক সমস্যার কথা জানায়। সুলতান জানায় সেও খুব অর্থ কষ্টে আছে। গত দুই সপ্তাহ ধরে তারা দুজনে পরিকল্পনা করে জিহাদকে মেরে তার ভ্যান বিক্রি করবে।
পরিকল্পনা মোতাবেক গত ৩০ সন্ধ্যা ৭টায় সিংড়া থানার চৌগ্রাম বাজারে তারা জিহাদের সাথে মিলিত হয়। এরপর তারা সিংড়া বাজারে আসে। সিংড়া বাজারে এসে জিহাদের অজ্ঞাতসারে আলহাজ্ব মেডিসিন প্যালেস থেকে চেতনা নাশক ট্যাবলেট কিনে স্পীড ( বোতলজাত কোমল পানীয়) এর সাথে মিশিয়ে রাখে। সিংড়া বাজার থেকে ঘোরাঘুরির কথা বলে তারা চলনবিলের উদ্দেশ্য রওনা হয়। চলনবিলের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করাকালীন কোন এক সময় চেতনানাশক স্পীড জিহাদকে খাওয়ানো হয়। সাতপুকুরিয়া বাজার এলাকায় কাছাকাছি গেলে জিহাদ তার ঘুম আসছে বলে জানায় এবং ভ্যান রেখে ভ্যানের উপর শুয়ে পরে। এসময় সুলতান প্রামানিক তাকে ধরে রাখে এবং সাগর প্রামানিক ভ্যান চালিয়ে রাত সাড়ে ৯টায় ইটালি ইউনিয়নের ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়িতে পাকা রাস্তার পাশে নির্জন ফাঁকা জায়গায় গিয়ে অচেতন জিহাদকে ভ্যান থেকে নিচে নামায় এবং তারা জিহাদের গলায় ভ্যানের চাকার পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রাস্তার পাশে প্লাবিত জমিতে ফেলে দেয়। জিহাদের সাথে থাকা এনড্রয়েড মোবাইল সুলতান নিজ নেয় এবং আসামী সাগর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ইটালি গ্রামের মেকার ঐ গ্রামের মহির উদ্দিনের ছেলে হাসান (৪৫) এর বাড়ীতে রেখে যায়।
পরে সুলতান প্রামানিক'র কাছ থেকে জিহাদের ব্যবহৃত এনড্রয়েড মোবাইল ফোন, মেকার হাসান এর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান এবং ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ভ্যানের চাকার টিউব উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
