তানোরে বায়না চুক্তির পরও জমি রেজিস্ট্রি দিচ্ছেন না প্রতারক

রাজশাহীর তানোরে বায়না করেও জমি আর বাড়ি রেজিস্ট্রি দিচ্ছেন না এক বণিক সমিতির সভাপতির প্রতারক স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। একারণে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে বিক্রয় কবলা দলিল রেজিস্ট্রি সম্পাদন করে দেবার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি চলতি বছরের ৭ জুলাই ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন রাজশাহী জজকোর্টের এ্যাডভোকেট মাসুদ রানা। চুক্তি সম্পাদনকারী ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে জমি রেজিস্ট্রি না দিলে আগামী সপ্তায় চুক্তি প্রবলের মামলার আভাস দিয়েছেন ভুক্তভোগি মনোয়ার হোসেন বাবু নামের এক আইনজীবি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর সদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা ফাতেমা বেগম। তার নামীয় তানোর কলেজের দক্ষিণে তানোর মৌজায় দশমিক ০৪১৩ একর জমি ১৮ লক্ষ টাকায় বিক্রয় করবার জন্য রেজিস্ট্রি বায়না চুক্তি সম্পাদন করেন। তিনি তানোর থানামোড় আদর্শ বণিক সমিতির সভাপতি কবিরুল আলম কবিরের স্ত্রী। ওই চুক্তি মোতাবেক তানোর সদরের বাসিন্দা বিশিষ্ট ব্যক্তিত্ব ওসিমুদ্দিন মন্ডলের পুত্র এ্যাডভোকেট মনোয়ার হোসেন বাবু (৩৫) আট লক্ষ টাকা নগদ আর বাঁকি দশ লক্ষ টাকা আগামী ৩ মাসের মধ্যে সরকারি বিধি মোতাবেক পরিশোধ করে বিক্রয় কবলা দলিলে রেজিস্ট্রি সম্পাদন করবেন মর্মে চুক্তি সম্পাদন হয়। ওই জমির স্থাপনার (বাড়ি) মূল্য ৩ লক্ষ টাকা। আর জমির মূল্য ১৫ লক্ষ টাকা ধরা হয়। যার দৈর্ঘ্য ২০ ফিট ও প্রস্থ ১০ ফিট। টোটাল ২০০ স্কয়ার ফিট। বর্তমানে ওই জমি রেজিস্ট্রি দেবেন না মর্মে নিজে ও লোক মাধ্যমে জানান। ফলে বায়নার টাকা ফেরৎ চাল এ্যাডভোকেট বাবু। তখন সপ্তা খানেক সময় চান ফাতেমা বেগম। এভাবে সময় ক্ষেপণ করে দীর্ঘদিনেও টাকা ফেরৎ দিতে এগিয়ে আসেনি কবির ও তার স্ত্রী। পরে প্রতারণার মাধ্যমে বায়নার টাকা আত্নসাৎ করার বিষয়টি আঁচ করতে পেরে নির্ধারিত সময়ের মধ্যে জমি রেজিস্ট্রি দেবার জন্য এ্যাডভোকেট মাধ্যমে ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। কিন্তু এরপরও জমি রেজিস্ট্রি দিতে বিভিন্ন টালবাহানা করছেন প্রতারক ফাতেমা বেগম। এবিষয়ে এ্যাডভোকেট মনোয়ার হোসেন বাবু সকালের সময়কে বলেন, তিনি ওই জমি ও বাড়ি রেজিস্ট্রি বায়না চুক্তির পর কমমূল্যে তার বিভিন্ন সম্পদ বন্দক রেখেছেন। এছাড়াও ধার দেনা করে এতো টাকা জোগাড় করেছেন। এখন নির্ধারিত সময়ের মধ্যে জমি রেজিস্ট্রি দিতে বিভিন্ন টালবাহনা করছেন কবির ও তার স্ত্রী। এজন্য সরকারি বিধি মোতাবেক জমি রেজিস্ট্রি পাবার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে নির্ধারিত কোর্ট ফি জমা দেয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে চুক্তি প্রবলের মামলা করবেন তিনি। তবে, ফাতেমা বেগম ও কবিরুল আলম সকালের সময়কে বলেন- বাড়িসহ জমি রেজিস্ট্রি দিলে তারা থাকবেন কোথায়। আর মূল কথা বাড়ি বিক্রির বায়নার টাকা খরচ হয়ে গেছে। তাদের বাড়ি বিক্রির নামে বায়না চুক্তি করে টাকা নেয়া ভুল হয়ে গেছে। হাতে টাকা পেলে ফেবৎ দেব। আদালতে মামলা করলে জবাব দেব বলে এড়িয়ে গেছেন এই প্রতারক দম্পত্তি। এব্যাপারে লিগ্যাল নোটিশ পাঠানো রাজশাহী জজকোর্টের এ্যাডভোকেট মাসুদ রানা সকালের সময়কে বলেন, চুক্তি সম্পাদনকারী ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে জমি রেজিস্ট্রি না দিলে বিধি মোতাবেক আগামী সপ্তায় সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে চুক্তি প্রবলের মামলা করা হবে। এছাড়াও প্রতারণার দায়ে পৃথক মামলার মাধ্যমে আদালতের নির্দেশে বাড়িসহ জমি দখল নেয়া হবে বলে নিশ্চিত করেন এই এ্যাডভোকেট।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
