বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল ও প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক, ৭ জন কর্মচারী ও ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
অভিযোগকারী শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুলতানা মল্লিক তাঁর দায়িত্বকালীন ১২ বছরে (২০১৩-২০২৪) একাধিক অনিয়মে জড়িত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের ২৫ শতক জমি, যা সদর বাজার এলাকায়, সেখানে ২৫টি দোকানঘর নির্মাণ করে তা নিজের দখলে রেখেছেন সুলতানা মল্লিক। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও ফান্ড মিলিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রাথমিক তদন্তে আমাদের ধারণা।”
সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, শিক্ষার্থীদের কল্যাণ তহবিল, ল্যাব স্থাপনসহ বিভিন্ন খাতে পাওয়া অর্থের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যাচ্ছে না।”
এই অভিযোগের বিষয়ে সুলতানা মল্লিক সাংবাদিকদের বলেন, “উক্ত জমি আমার পিতার নামে রেকর্ডকৃত এবং আমাদের নামে মিউটেশন রয়েছে। নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। আমি কোনো দলের সক্রিয় সদস্য নই। একসময় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। একটি মহল আমার সম্মানহানি করতে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”
মানববন্ধনের আগে শিক্ষক ও কর্মচারীরা সুলতানা মল্লিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। তারা জানান আগামী বৃহস্পতিবার ( ৭ আগস্ট) সংবাদ সম্মেলন করা হবে।
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
