ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:৫৮


বাগেরহাটের চিতলমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল ও প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক, ৭ জন কর্মচারী ও ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।

অভিযোগকারী শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুলতানা মল্লিক তাঁর দায়িত্বকালীন ১২ বছরে (২০১৩-২০২৪) একাধিক অনিয়মে জড়িত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের ২৫ শতক জমি, যা সদর বাজার এলাকায়, সেখানে ২৫টি দোকানঘর নির্মাণ করে তা নিজের দখলে রেখেছেন সুলতানা মল্লিক। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও ফান্ড মিলিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রাথমিক তদন্তে আমাদের ধারণা।”

সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, শিক্ষার্থীদের কল্যাণ তহবিল, ল্যাব স্থাপনসহ বিভিন্ন খাতে পাওয়া অর্থের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যাচ্ছে না।”

এই অভিযোগের বিষয়ে সুলতানা মল্লিক সাংবাদিকদের বলেন, “উক্ত জমি আমার পিতার নামে রেকর্ডকৃত এবং আমাদের নামে মিউটেশন রয়েছে। নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। আমি কোনো দলের সক্রিয় সদস্য নই। একসময় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। একটি মহল আমার সম্মানহানি করতে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”

মানববন্ধনের আগে শিক্ষক ও কর্মচারীরা সুলতানা মল্লিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। তারা জানান আগামী  বৃহস্পতিবার ( ৭ আগস্ট) সংবাদ সম্মেলন করা হবে।

চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

‎বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক

চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত