বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

বাগেরহাটের চিতলমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল ও প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক, ৭ জন কর্মচারী ও ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
অভিযোগকারী শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুলতানা মল্লিক তাঁর দায়িত্বকালীন ১২ বছরে (২০১৩-২০২৪) একাধিক অনিয়মে জড়িত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের ২৫ শতক জমি, যা সদর বাজার এলাকায়, সেখানে ২৫টি দোকানঘর নির্মাণ করে তা নিজের দখলে রেখেছেন সুলতানা মল্লিক। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও ফান্ড মিলিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রাথমিক তদন্তে আমাদের ধারণা।”
সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, শিক্ষার্থীদের কল্যাণ তহবিল, ল্যাব স্থাপনসহ বিভিন্ন খাতে পাওয়া অর্থের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যাচ্ছে না।”
এই অভিযোগের বিষয়ে সুলতানা মল্লিক সাংবাদিকদের বলেন, “উক্ত জমি আমার পিতার নামে রেকর্ডকৃত এবং আমাদের নামে মিউটেশন রয়েছে। নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। আমি কোনো দলের সক্রিয় সদস্য নই। একসময় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। একটি মহল আমার সম্মানহানি করতে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”
মানববন্ধনের আগে শিক্ষক ও কর্মচারীরা সুলতানা মল্লিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। তারা জানান আগামী বৃহস্পতিবার ( ৭ আগস্ট) সংবাদ সম্মেলন করা হবে।
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
