বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল ও প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) দুপুর ২টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক, ৭ জন কর্মচারী ও ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।
অভিযোগকারী শিক্ষকদের দাবি, বিদ্যালয়ের সাবেক সভাপতি সুলতানা মল্লিক তাঁর দায়িত্বকালীন ১২ বছরে (২০১৩-২০২৪) একাধিক অনিয়মে জড়িত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের ২৫ শতক জমি, যা সদর বাজার এলাকায়, সেখানে ২৫টি দোকানঘর নির্মাণ করে তা নিজের দখলে রেখেছেন সুলতানা মল্লিক। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও ফান্ড মিলিয়ে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রাথমিক তদন্তে আমাদের ধারণা।”
সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, শিক্ষার্থীদের কল্যাণ তহবিল, ল্যাব স্থাপনসহ বিভিন্ন খাতে পাওয়া অর্থের কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যাচ্ছে না।”
এই অভিযোগের বিষয়ে সুলতানা মল্লিক সাংবাদিকদের বলেন, “উক্ত জমি আমার পিতার নামে রেকর্ডকৃত এবং আমাদের নামে মিউটেশন রয়েছে। নিয়মিত খাজনা পরিশোধ করা হয়। আমি কোনো দলের সক্রিয় সদস্য নই। একসময় নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। একটি মহল আমার সম্মানহানি করতে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”
মানববন্ধনের আগে শিক্ষক ও কর্মচারীরা সুলতানা মল্লিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। তারা জানান আগামী বৃহস্পতিবার ( ৭ আগস্ট) সংবাদ সম্মেলন করা হবে।
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক