ক্লিন ইমেজের প্রার্থীর সন্ধানে বিএনপি, জমজমাট ভোটের মাঠ
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচন এখনো অনেক দূরে থাকলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগ এবার নির্বাচনে না থাকার সম্ভাবনা ধরে নিয়েই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। এই আসনে জামায়াত তাদের প্রার্থী হিসেবে আগেই দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে চূড়ান্ত করেছে। তবে বিএনপি এবার 'ক্লিন ইমেজের' একজন প্রার্থী খুঁজছে, কারণ তৃণমূলের নেতাকর্মীরাও এমন একজনকেই চাইছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় এসেছে, তাদের মধ্যে আছেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, সাজেদুর রহমান খান মার্কনি এবং চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তবে এই নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে, যার কারণে সম্প্রতি তানোরে দুটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। নিহত নেতারা শরীফ উদ্দিন-বিরোধী হিসেবে পরিচিত ছিলেন।
অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক জানান, তিনি দীর্ঘদিন ধরে তানোর-গোদাগাড়ীর নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে আছেন এবং করোনা মহামারীর সময়েও মানুষের পাশে থেকেছেন। তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম অভিযোগ করেন যে, ব্যারিস্টার আমিনুল হকের ভাই হিসেবে মাঠে নামা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন দলকে বিভক্ত করছেন এবং তার কর্মকাণ্ডের কারণে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। সাজেদুর রহমান খান মার্কনিও এবার মনোনয়নপ্রত্যাশী। তিনি বলেন, দল এবার ভেবেচিন্তে প্রার্থী দেবে এবং যারা গ্রুপিং করে দলকে ক্ষতিগ্রস্ত করছেন, তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলামও একই কথা বলেন যে, ক্লিন ইমেজের প্রার্থী ছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হবে। তবে শরীফ উদ্দিন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দলের বেশিরভাগ নেতাকর্মী তাকেই প্রার্থী হিসেবে চায়।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার ও শনিবার দুটি উপজেলায় গণসংযোগ করছেন। তিনি আশাবাদী যে মানুষ এবার জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ১৯৮৬ সালে তিনি এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এই আসনটিতে এখনো এনসিপি বা অন্য কোনো দলের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ