ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

পাহাড়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ২:৩০

আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা বলেছেন, আদিবাসী ইস্যু পার্বত্য চট্টগ্রামের বা বাংলাদেশের কোন ইস্যু নয়, এটা আন্তর্জাতিক ইস্যু। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর থেকে আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে আমরা লাগাতার দাবী জানিয়ে আসছি “ আদিবাসী হিসেবে আমাদের সাংবিধানিক স্বীকৃতি’র। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সদরের খাগড়াপুরের একটি রেস্টুনেন্টে ’আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 মনোতোষ ত্রিপুরার সঞ্চালনায় আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক চাথোয়াই মং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখনে, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন জাকমা (ঝিমিট), পানছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, উদযাপন কমিটির সদস্য জ্ঞান প্রিয় চাকমা, সাংস্কৃতিক কর্মী কৃপায়ন ত্রিপুরা, সাধারণ শিক্ষার্থী জনত্তম চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদর থানার সভাপতি অকাশ ত্রিপুরা, লেখক ও নাট্যকার আনন্দন মোহন চাকমা প্রমূখ।
 
সুধাকর ত্রিপুরা আরো বলেন, স্বৈরাচারের পতন হয়েছে। বর্তমানে অন্তর্বতীকালীন সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। অতি শ্রীঘ্রই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে। আমাদের আশা প্রত্যাশা এবং আমাদের জোর দাবী থাকবে আমরা যাতে সাংবিধানিক ভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি পাই এবং এটার যদি কোন ব্যর্থ হয়, আমাদের যদি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয়, আগামীতে আমরা কঠোর এবং লাগাতার কর্মসূচির হুশিয়ারী দেন তিনি। এ জন্য জনগণকে সংগঠিত করা হচ্ছে বলেও তিনি জানান। 

বক্তরা এতে আরো বলেন, বলেন, আজকে আমরা আদিবাসী দিবসটি বঞ্চনা এবং বৈষম্য মধ্য দিয়ে পালন করছি। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়তই নারী নিপীড়ন, নির্যাতন, ভূমি উচ্ছেদ এবং নারী-শিশু নিরাপত্তাহীনতায়। সামগ্রীকভাবে আমাদের জীবনযাত্রায় পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা ভালো নেই এবং দেশে আমরা বৈষম্য শিকার হচ্ছি। এ সময় বক্তারা সরকারের কাছে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবী জানায়।

এর আগে সকাল সাড়ে দশটায় শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে র‌্যালি শুরু করে শাপলা চত্বর হয়ে খাগড়াপুর একটি রেস্টুনেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে নিজ নিজ ঐতিহ্যবাহী নিজস্ব পোশাক, গয়না পড়ে বিভিন্ন বয়সীরা র‌্যালীতে অংশ নিতে দেখা যায়। 

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন

সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত

মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন

বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,

ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ

হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি

প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে

রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ