ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল করপাড়া বিদ্যালয়


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৭

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো বিদ্যালয়। অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।  

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। তারা ক্লাস বর্জন করে স্কুলের সামনের সড়কে অবস্থান নেয় এবং দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।  

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার সজিব শেখের মেয়ে, করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের কাছে প্রাইভেট পড়ত। গত ৬ আগস্ট সকালে স্কুলের একটি কক্ষে প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় শিক্ষক তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি বাধা দিলে সে যৌন নির্যাতনের শিকার হয়।  

বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা প্রধান শিক্ষককে জানান। যদিও তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবি জানায়।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক মিরাজ হোসেন আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং একাধিকবার জেল খেটেছেন। তারা বলেন, “এই শিক্ষককে এখনই বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে চাই।”  

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পান্ডে বলেন, “আমরা শিক্ষার্থীদের সন্তান মনে করি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযুক্ত শিক্ষককে শাস্তির আওতায় আনতে আমরা নিজেরাও সুপারিশ করেছি এবং স্কুল কমিটির সভাপতি কে জানানো হয়েছে তিনি বিষয়টি নিষ্পত্তি করবেন ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত