গোপালগঞ্জে শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল করপাড়া বিদ্যালয়

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো বিদ্যালয়। অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। তারা ক্লাস বর্জন করে স্কুলের সামনের সড়কে অবস্থান নেয় এবং দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার সজিব শেখের মেয়ে, করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের কাছে প্রাইভেট পড়ত। গত ৬ আগস্ট সকালে স্কুলের একটি কক্ষে প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় শিক্ষক তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি বাধা দিলে সে যৌন নির্যাতনের শিকার হয়।
বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা প্রধান শিক্ষককে জানান। যদিও তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবি জানায়।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষক মিরাজ হোসেন আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং একাধিকবার জেল খেটেছেন। তারা বলেন, “এই শিক্ষককে এখনই বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে চাই।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পান্ডে বলেন, “আমরা শিক্ষার্থীদের সন্তান মনে করি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযুক্ত শিক্ষককে শাস্তির আওতায় আনতে আমরা নিজেরাও সুপারিশ করেছি এবং স্কুল কমিটির সভাপতি কে জানানো হয়েছে তিনি বিষয়টি নিষ্পত্তি করবেন ।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
