ছাত্রলীগ দিয়ে কমিটির অভিযোগ, ছাত্রদল নেতার পদত্যাগের পর বহিস্কার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) সদ্য ঘোষণাকৃত ছাত্রদলের কমিটি নিয়ে কম্পাসে ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একে অপরের পাল্টাপাল্টি অভিযোগ, পদত্যাগ, বহিস্কারের মধ্যেমে ক্যাম্পাসের সেই রেশ গড়িয়েছে সংবাদসম্মেলন পর্যন্ত ।
গত ২৭ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাবিক ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত আইআইইউসি ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে কমিটিতে রাশেদুল ইসলাম রাশেদকে সভাপতি ও বখতিয়ার আহম্মেদ সানিফ সাধারণ সম্পাদক করা হয়। ঘোষনার পরেই ক্যাম্পাস জুড়ে শুরু হয়ে আলোচনা সমালোচনা। সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ সানিফের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে পদত্যাগ করেন একাধিক নেতা।
সিনিয়র সহ-সভাপতি মো: রিপন ও ১ নং সহ-সভাপতি সাইদুল ইসলাম ইফতি, ২ নং সহ-সভাপতি মো: রবিউল হাসান সোহান, যুন্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আসিফসহ মোট চারজন পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে অভিযোগ করে বলেন,
'' বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজের একাডেমিক দায়িত্বের পাশাপাশি আমরা ছাত্রদলের নীতি-আদর্শকে সামনে রেখে নিরলসভাবে কাজ করেছি এবং প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, সদ্য ঘোষিত কমিটিতে এক সাবেক ছাত্রলীগ নেতাকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন। এ ছাড়াও, কমিটিতে পদ বণ্টনে সিনিয়র-জুনিয়র ক্রমানুসার মানা হয়নি এবং ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম-৬ এর টিম প্রধান জিয়াউদ্দিন বাসেত এর পক্ষপাতমূলক ও স্বার্থান্বেষী ভূমিকা সংগঠনের আদর্শ, ন্যায়বোধ ও ত্যাগের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। উপরোক্ত পরিস্থিতিতে, আমি এই কমিটির অংশ হিসেবে থাকতে আগ্রহী নই''
এদিকে পদত্যাগের পরদিন ২৮ জুলাই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রিয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সিনিয়র সহ সভাপতি মো: রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আসিফ কে বহিস্কার করা হয়। জানা যাই, পদত্যাগকারী মো: রিপন ছাড়া বাকিরা পদত্যাগ প্রত্যহার করেন। তবে যুন্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আসিফের প্রত্যহার পত্র কেন্দ্রে পৌছাতা দেরি হওয়াই তাকে সহ বহিস্কার করা হয়।
এবিষয়ে পদত্যাগকারী মো: রিপনের কাছে জানতে চাইলে তিনি সকালের সময়কে বলেন, আমি প্রতিষ্ঠাকালীন শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহবায়ক ছিলাম । দলের নীতি আদর্শকে সামনে রেখে নিরলস ভাবে কাজ করেছি। আজ সাবেক এক ছাত্রলীগ নেতা কে দিয়ে কমিটি করা হয়েছে। অতীতে তিনি কোন পদপদবি দূরে থাক, ছাত্রদলের সাথে তার কোন সর্ম্পক ছিলো। ছাত্রলীগের সাথে তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে। তার বিষয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীরাব অবগত। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রাক্তন শিক্ষার্থী। ক্যাম্পাসে সাথে তার কোন যোগাযোগ নেই ।
অন্যদিকে গত (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ সানিফ অভিযোগ করেন, যেসব নেতারা পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে বহিষ্কৃত হয়েছেন, তারাই মূলত একটি বটবাহিনী চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।
ছাত্রলীগ পরিচয়ের অভিযোগ তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন। এবিষয়ে ছাত্রদলের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার মোবাইলে ও ক্ষুদে বার্তা দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মতবিনিময় সভা
শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে মতবিনিময় সভা
কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত