ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ার হোসেন প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১১-৮-২০২৫ বিকাল ৫:৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার তুহিনকে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে।

তারা বলেন, এসব ঘটনা দেশে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করার পাশাপাশি তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— চ্যানেল ২৪ ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি সাগর তামিম, দৈনিক দিনকাল এর গাউসুর রহমান, মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন ও দৈনিক সমকাল এর মুপ্তি ফরিদ উদ্দিন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, চ্যানেল এস প্রতিনিধি ইব্রাহিম সবুজ, এশিয়ান টিভির শাহজালাল, দৈনিক কালবেলা এর রন আহমেদ নৃপুন, বিজনেস বাংলাদেশ এর বি এম হানিফ, বাংলাদেশ সমাচার এর মাসুদ হোসেন কাইউম, ডাসার প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আজিমদ্দিনসহ অনেক সাংবাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এশিয়ান টিভি এবং দৈনিক বাংলাদেশের আলো এর জেলা প্রতিনিধি মো. হেমায়েত হোসেন খান। সঞ্চালনায় ছিলেন এস এম আজাদ হোসেন মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজধানী টিভির স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়, আবুল খায়ের বাবু, গোলাম আলী আকন, তরিকুল ইসলাম রিপন, হিমেল মাহাদ, হামিদ খান রনি, আয়নাল হক খান, প্রতিদিনের ক্রাইম ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক চঞ্চল তালুকদার, কাজী মনির হোসেন, দৈনিক আজকালের কণ্ঠ এর আশরাফুল ইসলাম, মুক্ত খবর এর শ্রাবন খান সজীব, দি ডেইলি ইভিনিং নিউজ এর সিনিয়র স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন খানসহ শতাধিক সংবাদকর্মী।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন

জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ

পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন